এক্সপ্লোর
Ashwin Records: কপিল-সোবার্সদের ক্লাবে ঢুকে পড়লেন, বাবার সামনে অশ্বিনের রেকর্ডের রোশনাই
India vs Bangladesh: চেন্নাইয়ে অশ্বিনের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হল। এছাড়া এই মাঠে চারবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজিরও রয়েছে তাঁর।

অশ্বিনের ব্যাটে একের পর এক রেকর্ড। - পিটিআই
1/10

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বৃহস্পতিবার তিনি যখন ব্যাট করতে নামেন, ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত।
2/10

সেখান থেকে ঝকঝকে সেঞ্চুরিতে বাংলাদেশকেই কোণঠাসা করে দিলেন আর অশ্বিন। প্রথম দিনের শেষে ১১২ বলে ১০২ রানে অপরাজিত তিনি। ছেলের কীর্তি মাঠে বসে দেখলেন অশ্বিনের বাবা।
3/10

অশ্বিনের সঙ্গে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ১১৭ বলে ৮৬ রান করে ক্রিজে জাডেজা।
4/10

দুজনে মিলে অবিচ্ছেদ্য সপ্তম উইকেটে ২২৭ বলে ১৯৫ রান যোগ করে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়েছেন। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৩৯/৬।
5/10

সেঞ্চুরি করে একাধিক রেকর্ডও গড়লেন অশ্বিন। টেস্ট ক্রিকেটে আট নম্বর বা তার নীচে ব্যাট করতে নেমে চতুর্থ সেঞ্চুরি অশ্বিনের। পেরিয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজ়ের জেসন হোল্ডার ও পাকিস্তানের কামরন আকমলকে। ওই দুজনেরই ৩টি করে সেঞ্চুরি রয়েছে।
6/10

অশ্বিনের সামনে এখন শুধু নিউজ়িল্যান্ডের ড্যানিয়েল ভেত্তোরি। টেস্টে আট নম্বর বা তারও নীচে ব্যাট করে ৫টি সেঞ্চুরি রয়েছে ভেত্তোরির।
7/10

অভিজাত ও বিরল একটি তালিকাতেও ঢুকে পড়লেন অশ্বিন। যে তালিকায় আছেন বিশ্বের মাত্র ৫ ক্রিকেটার।
8/10

অশ্বিন ছাড়া তালিকায় বাকিরা হলেন - স্যর গ্যারি সোবার্স, কপিল দেব, ক্রিস কেয়ার্নস ও স্যর ইয়ান বোথাম।
9/10

এই পাঁচজনেরই টেস্টে একই মাঠে একাধিক সেঞ্চুরি ও একাধিকবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে। চেন্নাইয়ে অশ্বিনের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হল। এছাড়া এই মাঠে চারবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজিরও রয়েছে তাঁর।
10/10

চেন্নাইয়েই জোড়া টেস্ট সেঞ্চুরি ও দুবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে কপিলের। হেডিংলেতে সোবার্সের জোড়া সেঞ্চুরি ও দুবার পাঁচ উইকেট রয়েছে। হেডিংলেতে বোথামের জোড়া সেঞ্চুরি ও তিনবার পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে। অকল্যান্ডে কেয়ার্নসের জোড়া সেঞ্চুরি ও দুবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে। ছবি - পিটিআই
Published at : 19 Sep 2024 06:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিনোদনের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
