এক্সপ্লোর
India vs Bangladesh 2nd Test: বৃষ্টিবিঘ্নিত দিনে মাত্র এক উইকেটেই ইতিহাস অশ্বিনের, কানপুরে ৩৫ ওভারেই শেষ হল শুক্রবারের খেলা
R Ashwin: বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তের উইকেট নিয়েই ইতিহাস গড়েন আর অশ্বিন।

কানপুরে অশ্বিনের ইতিহাস (ছবি: বিসিসিআই)
1/9

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে আজই কানপুরের গ্রিন পার্কে নেমেছে ভারতীয় দল।
2/9

এই ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েই ইতিহাস গড়ে ফেললেন আর অশ্বিন। পিছনে ফেললেন আর অশ্বিনকে।
3/9

তারকা ভারতীয় অফস্পিনার অনিল কুম্বলকে পিছনে ফেলে এশিয়ার মাটিতে ভারতীয় হিসাবে সর্বাধিক, ৪২০টি উইকেট নিয়ে ফেললেন। তবে সবমিলিয়ে শীর্ষে রয়েছেন মুরলিধরন (৬১২টি)।
4/9

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক মধ্যাহ্নভোজ পর্যন্ত আর যাতে কোনও উইকেট না পরে, তা সুনিশ্চিত করেন। ৭৪ রানে দুই উইকেট হারিয়েই সাজঘরে যায় বাংলাদেশ।
5/9

ভারতীয় দলে একাধিক বদলের জল্পনা থাকলেও, একাদশ অপরিবর্তিত রেখেই এদিন মাঠে নামে রোহিত বাহিনী।
6/9

বাংলাদেশের হয়ে জাকির হাসান দীর্ঘক্ষণ ক্রিজে থাকলেও কোনও রান পাননি। অনবদ্য ক্যাচ ধরে জাকিরকে সাজঘরে ফেরত পাঠান যশস্বী।
7/9

আরেক ওপেনার শাদমান ফেরেন ২৪ রানে। দুই উইকেটই নেন বাংলার আকাশদীপ।
8/9

তবে দ্বিতীয় সেশনে অশ্বিনের বলে ৩১ রানে এলবিডব্লু হন শান্ত। মধ্যাহ্নভোজের পর অল্প সময় খেলা হওয়ার পর সেই যে খারাপ আলোর জন্য খেলা বন্ধ হল, তা আর চালু হয়নি।
9/9

বৃষ্টি ও খারাপ আলোয় ৩৫ ওভারে শেষ হয় খেলা। মোমিনুল ৪০ ও মুশফিকুর রহিম ছয় রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ছবি: বিসিসিআই
Published at : 27 Sep 2024 05:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
