এক্সপ্লোর
IND vs ENG: ব্যাট হাতে নয়, দ্রাবিড়ের দখলে থাকা এক অন্য বিশ্বরেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন রুট
India vs England Test Series: রুট ব্যাট হাতে শতরান হাঁকানোর ফলে ১০টি বাউন্ডারি হাঁকান। তবে শতরান হাঁকানো ছাড়া ক্যাচ ধরার নিরিখে রেকর্ড গড়েছেন রুট।
জো রুট
1/8

ব্যাট হাতে লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়েছেন জো রুট। ইংল্য়ান্ড ব্যাটার ১০৪ রানের ইনিংস খেলে বুমরার বলে আউট হন।
2/8

তবে রুট শুধু ব্যাট হাতে শতরান হাঁকানোই নয়। কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে টেক্কা দিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।
3/8

রুট ব্যাট হাতে শতরান হাঁকানোর ফলে ১০টি বাউন্ডারি হাঁকান। তবে শতরান হাঁকানো ছাড়া ক্যাচ ধরার নিরিখে রেকর্ড গড়েছেন রুট।
4/8

উইকেট কিপিং ছাড়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ক্যাচ ধরার নিরিখে সবার ওপরে ছিলেন রাহুল দ্রাবিড়। এবার তাঁকেই টেক্কা দিলেন জো রুট। উঠে এলেন শীর্ষে।
5/8

ভারতীয় দলের ব্যাটিংয়ের সময় করুণ নায়ারের ক্য়াচ নেওয়ার মুহূর্তেই নজির গড়ে ফেলেন রুট।
6/8

রাহুল দ্রাবিড় তাঁর টেস্ট কেরিয়ারে ২১০টি ক্যাচ লুফেছেন। কিন্তু এবার টেস্টে রুট টপকে গেলেন দ্রাবিড়কে।
7/8

১৫৬ টেস্টে ২৯৬ ইনিংসে ২১১ টি ক্যাচ লুফে ফেলেছন। ফিল্ডার হিসেবে টেস্ট কেরিয়ারে সর্বাধিক ক্যাচ লুফেছেন রুট।
8/8

দ্বিতীয় দিন শুরুতে জো রুট ৯৯ রানে অপরাজিত ছিলেন। লর্ডসে নিজের নবম শতরান পূরণ করতে খুব একটা সময় নিলেন না ইংল্যান্ডের মহাতারকা। দিনের প্রথম বলেই চার মেরে শতরান পূরণ করেন তিনি।
Published at : 12 Jul 2025 11:48 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























