এক্সপ্লোর
Indian Cricket Team: হ্যাঁ বলার আগে তিন তিনবার টিম ইন্ডিয়া তারকার প্রস্তাব নাকচ করেছিলেন তাঁর বর্তমান স্ত্রী
Bhuvneshwar Kumar-Nupur Nagar: ২০১৭ সালে পড়শির সঙ্গে বিয়ের গাঁটছড়া বেঁধে ফেলেন ভারতের তারকা ক্রিকেটার ভুবনেশ্বর কুমার।

টিম ইন্ডিয়া তারকার স্ত্রী পেশায় ইঞ্জিনিয়ার (ছবি: নূপুরের ইনস্টাগ্রাম)
1/10

একজন পেশায় ক্রিকেটার এবং আরেকজন ক্রিকেটপ্রেমী।
2/10

নূপুর নাগর ও ভুবনেশ্বর কুমারের ভালবাসাটা শুরু হয়েছিল বন্ধুত্ব থেকে।
3/10

ভুবনেশ্বর-ঘরণী নূপুর পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
4/10

একই পাড়াতে থাকা ভুবনেশ্বর ও নূপুর, দুইজনে ১৩ বছর বয়স থেকে একে অপরকে চেনেন। তাঁদের সম্পর্কটা প্রথমে মজাদার কিছু ক্রিকেট ম্যাচ দিয়ে শুরু হলেও, সময়ের সঙ্গে সঙ্গে তা পরিণত হয় ভালবাসায়।
5/10

স্বল্পভাষী ভুবনেশ্বর কুমারই প্রথমবার প্রেমের প্রস্তাব দেন। তবে তা নাকচ হয়ে যায়। এক, দুই নয় তিন তিনবার প্রস্তাব দেওয়ার পর নূপুর তাঁর প্রস্তাবে সায় দেন।
6/10

তবে প্রস্তাবে সায় দিলেও, ক্রিকেটের প্রতি ভুবনেশ্বরের দায়বদ্ধতা নূপুরের সঙ্গে তাঁর সম্পর্ক লং-ডিসটেন্সে পরিণত করে। তবে দূরত্ব থাকলেও কিন্তু ভালবাসায় তা কোনও প্রভাব ফেলেনি।
7/10

তবে সময়ের পরীক্ষা পার করার পর অবশেষে ভুবনেশ্বর তাঁদের ভালবাসার কথা পরিবারকে জানান। তার আগে বহুদিনই গোপেনে সম্পর্ক এগিয়ে নিয়ে যান নূপুর ও তিনি।
8/10

দীর্ঘদিন ডেটিংয়ের পর অবশেষে ২০১৭ সালে নূপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভুবি। বিরাট, রোহিত, শিখররা মেরঠে ভুবির বিয়েতে উপস্থিত ছিলেন।
9/10

২০২১ সালে নূপর ও ভুবনেশ্বর এক ফুটফুটে কন্যাসন্তানকে পৃথিবীতে স্বাগত জানান।
10/10

বিয়ের আট বছর পার করে আনন্দেই জীবন কাটচ্ছেন ভুবি ও নূপুর। ছবি: নূপুরের ইনস্টাগ্রাম
Published at : 17 Jan 2025 07:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
