এক্সপ্লোর
(Source: Poll of Polls)
Sarfaraz Khan: ঝড়িয়ে ফেললেন ১০ কেজি ওজন, ইংল্য়ান্ড সিরিজের আগে একেবারে ভিন্ন অবতারে সরফরাজ
IND vs ENG:ভারতীয় এ দলের জন্য ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন সরফরাজ। ভাল পারফর্ম করে সিনিয়র দলেও ঢুকে পড়তে পারেন।
সরফরাজ খান
1/9

ভারতীয় ক্রিকেটে অভিষেকেই নজর কেড়েছিলেন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে অভিষেক হয়েছিল সরফরাজ খানের।
2/9

এবার আরও একটা ইংল্যান্ড সিরিজ সামনে। তার আগে একেবারে নতুন লুকসে মুম্বইয়ের তরুণ এই ক্রিকেটার।
3/9

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সরফরাজ ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে প্রায় ১০ কিলো ওজন ঝড়িয়ে ফেলেছেন এই তরুণ ব্যাটার।
4/9

রোহিত শর্মার নেতৃত্বে টেস্টে অভিষেক হয়েছিল সরফরাজের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে শতরান হাঁকিয়েছিলেন। কিন্তু বর্ডার গাওস্কর ট্রফিতে মাঠে নামার সুযোগই পাননি।
5/9

সেক্ষেত্রে ইংল্যান্ডের মাটিতে খেলার সুযোগ পেলে সেটিই হবে সরফরাজের প্রথম বিদেশ সফরে ম্য়াচ খেলতে নামবেন সরফরাজ।
6/9

ভারতীয় এ দলের জন্য ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন সরফরাজ। ভাল পারফর্ম করে সিনিয়র দলেও ঢুকে পড়তে পারেন।
7/9

পছন্দের খাবার বিরিয়ানি নাকি ছেড়ে দিয়েছেন সরফরাজ। পুরো শাক-সব্জি ও ফলমূলই এখন তাঁর খাদ্য তালিকায়। জিমেও দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছেন।
8/9

ঘরোয়া ক্রিকেটে ভুরিভুরি রান করা। দেশের জার্সিতে টেস্টে শতরান। এতকিছুর পরও সরফরাজের ফিটনেস ও তাঁর মেদবহুল শরীর নিয়ে প্রশ্ন উঠছিল। এবার সেই প্রশ্ন তোলার জায়গাটাই বন্ধ করে দিচ্ছেন তরুণ এই ব্যাটার।
9/9

সরফরাজের বাবা নৌশাদ খান বলেছেন, ''ওর ডায়েটে এখন অনেক বদল এসেছে। ব্রকোলি, গাজর, শশা, স্যালাড আর প্রচুর শাক-সবজি তো রয়েইছে, এমনকী গ্রিলড ফিশ, গ্রিলড ও সেদ্ধ মাংস, ডিম সেদ্ধ, এসবই ওর ডায়েটে।''
Published at : 19 May 2025 11:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























