এক্সপ্লোর
Mohammed Siraj: বাবা ছিলেন অটো ড্রাইভার, ইংল্যান্ডে তেরঙ্গা উঁচু করে সবার নয়নের মণি এখন সিরাজ
IND vs ENG Test Series: ২০২০-২১ ভারতের ঐতিহাসিক অস্ট্রেলিয়ার সফরের জন্য সিরাজ তাঁর বাবাকে হারান। ব্রিসবেনে স্মরণীয় জয়ের ম্য়াচে একাই পাঁচ উইকেট নেন। বাবাকেই সেই পারফরম্য়ান্স উৎসর্গ করেছিলেন সিরাজ।
পরিবারের সঙ্গে সিরাজ
1/10

মহম্মদ সিরাজ। ভারতীয় পেস ব্যাটারিই এখন দেশের ক্রিকেট প্রেমীদের আলোচনার কেন্দ্রে। জসপ্রীত বুমরা নয়। ভারতীয় ক্রিকেটের পেস বিভাগে নতুন নায়ক এখন এই হায়দরাবাদি পেসার।
2/10

মহম্মদ সিরাজ ওভাল টেস্টের দুই ইনিংসে যথাক্রমে চার ও পাঁচটি উইকেট নেন। তিনিই প্রথম এশিয়ান বোলার হিসাবে ইংল্যান্ডে সাত দফায় ইনিংসে চার বা তার বেশি উইকেট নিলেন।
3/10

গোটা টেস্ট সিরিজে ২৩ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। ভারতীয় বোলারদের মধ্য়ে ইংল্যান্ড সফরে যা সর্বাধিক এক সিরিজে। জসপ্রীত বুমরাও এর আগে ২০২১ মরশুমে ইংল্যান্ডে ২৩ উইকেট নিয়েছিলেন টেস্ট সিরিজে।
4/10

১৯৯৪ সালে বানজারা হিলসে নিম্নবিত্ত পরিবারে জন্ম হয় মহম্মদ সিরাজের। তাঁর বাবা ছিলেন একজন অটো রিক্স ড্রাইভার। তারকা পেসারের মা একটা সময়ে লোকের বাড়িতে কাজ করতেন।
5/10

অভাবের সংসারে বড় হয়েও কখনও ক্রিকেট খেলার, দেশের হয়ে মাঠে নামার স্বপ্ন দেখা বন্ধ করেননি সিরাজ।
6/10

চার্মিনার ক্রিকেট ক্লাবে যোগ দিয়েছিলেন সিরাজ। কিন্তু সেখানে কিটস কেনার সামর্থ্য ছিল না সেই সময়ে। তবুও লড়াই চালিয়ে গিয়েছিলেন। ২০১৫ সালে হায়দরাবাদের অনূর্ধ্ব ২৩ দলের হয়ে খেলতে নেমেছিলেন।
7/10

ইংল্যান্ডের বিধ্বংসী পারফর্ম করা সিরাজের জীবনের টার্নিং পয়েন্ট ছিল ২০১৬-১৭ রঞ্জি মরশুম। হায়দরাবাদের হয়ে সর্বাধিক ৪১ উইকেট সেবার নিয়েছিলেন।
8/10

২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদ সিরাজকে ২.৬০ কোটি টাকায় দলে নেয় আইপিএলে। সেই বছরই টি-টোয়েন্টিতে দেশের জার্সিতে অভিষেক করেছিলেন সিরাজ।
9/10

২০২০-২১ ভারতের ঐতিহাসিক অস্ট্রেলিয়ার সফরের জন্য সিরাজ তাঁর বাবাকে হারান। ব্রিসবেনে স্মরণীয় জয়ের ম্য়াচে একাই পাঁচ উইকেট নিয়েছিলেন। নিজের বাবাকেই সেই পারফরম্য়ান্স উৎসর্গ করেছিলেন তারকা পেসার। এখন মা ও ভাইকে নিয়েই থাকেন সিরাজ।
10/10

গত ইংল্যান্ড সফরে পাঁচ ম্য়াচের মধ্য়ে তিনটি ম্য়াচে খেলেছিলেন জসপ্রীত বুমরা। এজবাস্টন ও ওভালে খেলেননি তিনি। আর এই দুটো ম্যাচে আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণকে সঙ্গে নিয়ে ভারতীয় বোলিংয়ের নেতৃত্ব তুলে নিয়েছিলেন সিরাজ। ওয়ার্কলোডের অজুহাত না দিয়ে টানা পাঁচটি টেস্টেই খেলেছিলেন তারকা পেসার।
Published at : 05 Aug 2025 06:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























