এক্সপ্লোর
ICC Champions Trophy 2025: বুমরার চোট নিয়ে সংশয়, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তারকা ফাস্ট বোলারের বিকল্প হতে পারেন এঁরা
Jasprit Bumrah: যশপ্রীত বুমরার স্ক্যান করা হলেও, তাঁর চোট কতটা গুরুতর বা কতটা ফিট তিনি, সেই বিষয়ে এখনও তেমন কোনও খবর পাওয়া যায়নি।

বুমরার ফিটনেস নিয়ে বোর্ডের তরফে এখনও কোনও আপডেট মেলেনি (ছবি: বুমরার ফেসবুক)
1/10

১১ ফেব্রুয়ারি, অর্থাৎ আজই সব দলগুলির চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন। তবে এখনও যশপ্রীত বুমরার ফিটনেস নিয়ে ধোঁয়াশা অব্যাহত।
2/10

বুমরা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বেশ কয়েকদিন ধরে রয়েছেন। তাঁর স্ক্যানসহ সমস্ত পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। সেই রিপোর্ট দেখেই বুমরাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
3/10

বর্তমানে যা পরিস্থিতি তাতে বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্তত ভারতের হয়ে প্রথম ম্যাচে তো নামার সম্ভাবনা নেই বললেই চলে। নক আউট স্টেজে তাঁকে খেলতে দেখা গেলেও যেতে পারে।
4/10

এমন পরিস্থিতিতে বুমরা যদি একান্তই ফিট না হন, তাহলে তাঁকে কি টিম ইন্ডিয়া ঝুঁকি নিয়ে দলে রাখবে না, অন্য কাউকে দলে নেবে, সেটাই দেখার।
5/10

বুমরাকে দলে রাখা না হলে, তাঁর বদলি কে হতে পারেন? ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ভারতীয় দলে বুমরার বদলে বরুণ চক্রবর্তী নেওয়া হয়েছিল। তাই বুমরার বদলে বরুণকে নেওয়া হলে একজন ফাস্ট বোলার কম নিয়েই যেতে হবে ভারতকে।
6/10

এমন পরিস্থিতি বরুণের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। বুমরার বদলে যা শোনা যাচ্ছে তাতে হর্ষিত রানাই বুমরার ফিট না হলে বিকল্পে টিম ইন্ডিয়ার স্কোয়াডে সুযোগ পেতে পারেন।
7/10

তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ভারতীয় দলে রয়েছেন। প্রথম ওয়ান ডেতে তিন উইকেটও নেন হর্ষিত। তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।
8/10

বুমরার বিকল্প হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুরের নামও উঠে আসছে। প্রসিদ্ধের বলে গতি রয়েছে। মরুদেশের পিচে বল রিভার্স স্যুইং করাতেও পারবেন প্রসিদ্ধ। তাঁর ওয়ান ডে রেকর্ডও বেশ ভাল। ১৭টি আন্তর্জাতিক ২৯টি উইকেট নিয়েছেন তিনি। তাই তাঁকে অনেকেই বিকল্প হিসাবে মনে করছেন।
9/10

অপরদিকে, শার্দুল রঞ্জি ট্রফিতে অনবদ্য পারফরম্যান্সে ভর করে এই দৌড়ে ঢুকে পড়েছেন বলে মত বিশেষজ্ঞদের।
10/10

আটটি রঞ্জি ম্যাচে ৩০টি উইকেট নিয়েছেন শার্দুল। তাঁর ব্যাটিং দক্ষতাও দলে বিকল্প বাড়াবে। ছবি- বুমরার ফেসবুক, পিটিআই
Published at : 11 Feb 2025 10:49 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
