এক্সপ্লোর
Joe Root: এক সেঞ্চুরিতেই রোহিত, স্মিথদের পিছনে ফেললেন, সচিনের রেকর্ডও ভাঙার হাতছানি জো রুটের সামনে
Joe Root Record: শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডসে দ্বিতীয় টেস্ট ম্যাচে রুট ১৪৩ রানের ইনিংস খেলেন। এটি তাঁর কেরিয়ারের ৩৩তম টেস্ট শতরান।

বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে জো রুটের নাম থাকবেই (ছবি: পিটিআই)
1/9

ফের এক ম্যাচ আবারও এক সেঞ্চুরি। আর এই সেঞ্চুরির দৌলতেই একেবারে ইংল্যান্ড ক্রিকেটের শীর্ষে পৌঁছে গেলেন জো রুট। পিছনে ফেললেন রোহিত শর্মা, স্টিভ স্মিথদেরও।
2/9

শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডসে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচে ১৪৩ রানের ইনিংস খেলেন তারকা ইংল্যান্ড ব্য়াটার। এটি তাঁর কেরিয়ারের ৩৩তম টেস্ট শতরান।
3/9

বর্তমানে টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক শতরানের মালিক এখন জো রুটই। স্টিভ স্মিথের ৩২টি আন্তর্জাতিক টেস্ট শতরান পার করে ফেললেন রুট। গাওস্করের ৩৪টি টেস্ট সেঞ্চুরির থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে তিনি।
4/9

ঘটনাক্রমে এটি সব ফর্ম্যাট মিলিয়ে রুটের ৪৯তম সেঞ্চুরি। খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে কোহলি বাদে এত শতরান আর কারুর নেই। রোহিত শর্মার ৪৮টি শতরান পার করে ফেললেন রুট।
5/9

ইংল্যান্ডের হয়েও টেস্ট ক্রিকেটের ইতিহাসে রুট যুগ্মভাবে স্যর অ্যালেস্টার কুকের সঙ্গে সর্বকালের সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব নিজের নামে করলেন।
6/9

জো রুটের রেকর্ডই তিনি যে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা, তার পরিচয় বাহক। টেস্ট ক্রিকেটে রানের নিরিখেও তিনি কিন্তু একেবারে সেরাদের তালিকায় রয়েছেন।
7/9

লাল বলের ক্রিকেটে সপ্তম সর্বোচ্চ রানসংগ্রাহক এখনও পর্যন্ত মোট ১২০২৭ রান করে ফেলেছেন। বয়স তাঁর ৩৩ বছর।
8/9

সচিনের সর্বকালীন সর্বোচ্চ, ১৫৯২১ টেস্ট রানের রেকর্ড কিন্তু জো রুট এভাবে খেলা চালিয়ে গেলে ভাঙতেই পারেন।
9/9

তবে সচিনের আরেক রেকর্ড ভাঙার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন রুট। ৩৪-র গণ্ডি পার করার আগে সচিন তেন্ডুলকর টেস্ট ক্রিকেটে মোট ৩৫টি শতরান হাঁকিয়েছিলেন। ৩৩ সেঞ্চুরি হাঁকানো রুট কিন্তু একেবারেই তেমন পিছিয়ে নেই। ছবি-আইসিসি/পিটিআই
Published at : 30 Aug 2024 03:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
