এক্সপ্লোর
T20 WC 2024: একা রাহুল নন, ২০২২ বিশ্বকাপে থাকা আরও ছয় ভারতীয় তারকা ক্রিকেটার ২০২৪ বিশ্বকাপ দলে ব্রাত্য
Indian Cricket Team: গতকাল, ৩০ এপ্রিলই ভারতীয় নির্বাচকরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের প্রাথমিক দল ও চারজন রিজার্ভ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে।

বিশ্বকাপে ভারতের ১৯ জনের দলেও নেই রাহুল (ছবি: পিটিআই)
1/10

গতকালই ভারতের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। সেই দলের প্রাথমিক ১৫ জনের তালিকায় আমূল বদল। গত বিশ্বকাপের সাতজন ক্রিকেটার অর্থাৎ প্রায় আধা দলই এই বিশ্বকাপে সুযোগ পায়নি।
2/10

এই তালিকায় সবথেকে উল্লেখযোগ্য নাম বোধহয় কেএল রাহুলের।
3/10

ঋষভ পন্থের প্রত্যাবর্তন এবং সঞ্জু স্যামসনের ভাল ফর্মই হয়তো রাহুলের অন্তরায় হয়ে দাঁড়াল। এই দুই তারকাই তাঁর বদলে কিপার-ব্যাটার হিসাবে সুযোগ পেয়েছেন।
4/10

দীনেশ কার্তিক বিশ্বকাপে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। ২০২২ সালে অনবদ্য আইপিএল তাঁর জন্য জাতীয় দলের দরজা খুলে দিয়েছিল।
5/10

এবারের টুর্নামেন্টেও ৪০ ছুঁই ছুঁই ডিকে ভাল ফর্মে রয়েছেন। তবে তাঁকে দলে রাখা হয়নি।
6/10

আর অশ্বিন গত ২০ ও ৫০ ওভার, উভয় বিশ্বকাপেই খেলেছিলেন। তবে এবার দলে চার স্পিনার থাকলেও তিনি নেই।
7/10

দীপক হুডা জনা কয়েক ভারতীয় ব্যাটারদের একজন যিনি বল করতে পারেন। তবে গত বছরের ফেব্রুয়ারি থেকেই তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন।
8/10

১৪ উইকেট নেওয়া হর্ষল চলতি আইপিএলের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। তবে দুই বছর আগে বিশ্বকাপ দলে থাকলেও, এই দলে নেই তিনি।
9/10

একসময় ভারতীয় সীমিত ওভারের দলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন ভুবনেশ্বর কুমার। তবে ২০২২ সাল থেকে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেননি। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ দলেও নেই ভুবি।
10/10

মহম্মদ শামি গত বছর বিশ্বকাপ থেকেই গোড়ালির চোটে নাজেহাল। অস্ত্রোপ্রচারও হয়েছে তাঁর। সেই কারণেই এবারের বিশ্বকাপের দৌড় থেকে তিনি বহু আগেই ছিটকে গিয়েছেন। ছবি সৌজন্যে-পিটিআই।
Published at : 01 May 2024 11:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
