এক্সপ্লোর
Phill Hughes Tribute: হিউজ়ের দশম মৃত্যুবার্ষিকী, শিল্ড ম্য়াচের আগে নীরবতা পালন, কেঁদে ফেললেন অ্যাবট
Phill Hughes Death Anniversary: হিউজ়ের ঘটনার পরই হেলমেটের সঙ্গে নেক গার্ড ব্যবহার অত্যাবশ্যক করেছে আইসিসি। কিন্তু সেদিন যদি নেক গার্ড থাকত, তাহলে হয়ত হিউজকে মাত্র পঁচিশেই চলে যেতে হত না।
ফিল হিউজের মৃত্যুর ১০ বছর পার
1/8

দেখতে দেখতে ১০ বছর কেটে গেল। ২০১৪ সালের আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রতিভাবান ব্যাটার ফিল হিউজ।
2/8

২০১৪ সালের ২৫ নভেম্বর দক্ষিণ অস্ট্রেলিয়া বনাম নিউ সাউথ ওয়েলসের শেফিল্ড শিল্ডের ম্য়াচ খেলার সময় শন অ্য়াবটের বলে মাথায় আঘাত পান হিউজ। তিনি ৬৩ রানে অপরাজিত ছিলেন তখন। আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন ২৬ বছরের তরুণ ওপেনার। ২ দিন হাসপাতালে লড়াইয়ের পর ২৭ নভেম্বর মারা যান হিউজ।
Published at : 27 Nov 2024 09:29 AM (IST)
আরও দেখুন






















