এক্সপ্লোর
Cricket Records: এই তারকা ওপেনারদের শতরান মানেই দলের জয় নিশ্চিত
Opener: যেসব ওপেনারদের শতরানে সবথেকে বেশিবার তাঁদের দল জিতেছে, তাঁদের মধ্যে শীর্ষে থাকা দুইজন এখনও খেলা চালিয়ে যাচ্ছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের শতরানে কতবার জিতেছে ভারত? (ছবি: পিটিআই)
1/10

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১০০টি শতরানের মালিক সচিন তেন্ডুলকর। বিশ্বকাপ জয় থেকে সর্বোচ্চ রান করার কৃতিত্ব, সবটাই তাঁর দখলে।
2/10

তবে এই তালিকায় তিনি পঞ্চম স্থানে রয়েছেন। সচিনের ৩০টি শতরানে ভারতীয় দল ম্যাচ জিতেছে।
3/10

সচিনের মতোই বিশ্বজয়ের কৃতিত্ব রয়েছে সনৎ জয়সূর্যের দখলেও।
4/10

তাঁরও ৩০টি শতরান তাঁর আন্তর্জাতিক দলকে জয় এনে দিয়েছে।
5/10

নিজেদের সময় মতান্তরে ম্যাথু হেডেন ও অ্যাডাম গিলক্রিস্টকে সেরা ওপেনার হিসাবে গণ্য করা হত।
6/10

গিলক্রিস্ট টেস্টে ওপেন না করলেও হেডেন টেস্টেও ওপেন করতেন। তাঁর ৩০টি শতরান দলের জয়ে কাজে এসেছে।
7/10

তালিকায় দ্বিতীয় স্থানে আরও এক অস্ট্রেলিয়ান তারকা রয়েছন।
8/10

তিনি ডেভিড ওয়ার্নার। অজি ওপেনারের শতরানগুলির মধ্যে ৩২টিতে অস্ট্রেলিয়া জয় পেয়েছে।
9/10

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা শতরান করলে ভারতীয় দল সচরাচর ম্যাচ হারে না বলেই কথিত আছে। পরিসংখ্যানও তাই বলছে।
10/10

রোহিতের ৪৪টি শতরানের মধ্যে ৩২টি শতরানই ভারতকে জয় এনে দিয়েছে।
Published at : 24 Jul 2023 11:57 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















