এক্সপ্লোর
ODI Cricket: ২০২৩ বিশ্বকাপেই সম্ভবত নিজেদের শেষ ওয়ান ডে ম্য়াচ খেলে ফেলেছেন এই তারকারা
ODI: কারও বাঁধা বয়স, কারও ফর্ম তো কেউ আবার এই ফর্ম্যাট খেলতে তেমন আগ্রহী নন। ২০২৩ বিশ্বকাপেই সম্ভবত শেষ আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলে ফেলেছেন এই তারকারা। রইল বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের এক তারকা।
য়স্টোকসদের কি আর আদৌ ওয়ান ডে ক্রিকেট খেলতে দেখা যাবে? (ছবি: পিটিআই)
1/10

প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ়ের রেকর্ড সব ফর্ম্যাটেই অনবদ্য। তিনি প্রাথমিক দলে না থাকলেও, চোট আঘাতের জেরে দলে সুযোগ পান। তাঁকে এর পরবর্তীতে আর আন্তর্জাতিক আঙিনায় দেখা যাবে কি না, সেই নিয়ে সন্দেহ রয়েইছে।
2/10

নেদারল্যান্ডসের হয়ে ২০১১ সালের বিশ্বকাপ দলে থাকা একমাত্র সদস্য ওয়েসলি বারেসি যিনি এই বিশ্বকাপেও খেলেছেন। এ বারের বিশ্বকাপে ডাচ দল বেশ ভালই পারফর্ম করেছে। তবে ব্যক্তিগতভাবে বারেসি পারফরম্যান্স তেমন আহামরি ছিল না। তিনি টুর্নামেন্টে মাত্র ৮৩ রান করেছেন। তাঁর বয়স এবং তরুণ প্রজন্মের উত্থানের জেরে বারেসিকে জাতীয় দলে জায়গা হারাতে হতে পারে।
Published at : 01 Dec 2023 04:08 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















