এক্সপ্লোর
Mohammed Siraj: অষ্টম পে কমিশনের পর ডিএসপি পদে কত বেতন হবে সিরাজের? অঙ্কটা কিন্তু আকাশছোঁয়া
Mohammed Siraj Update: ভারতীয় ক্রিকেটে ২০১৭ সাল থেকে পথ চলা শুরু হয়েছিল সিরাজের। প্রথম টি-টোয়েন্টি ও পরে ওয়ান ডে ও টেস্ট ফর্ম্য়াটেও নিজের জাত চিনিয়েছিলেন।
মহম্মদ সিরাজ
1/8

কিছুদিন আগেই ইংল্যান্ড সফরে দুরন্ত পারফরম্য়ান্স করে ফিরেছেন মহম্মদ সিরাজ। গোটা টেস্ট সিরিজে পাঁচ ম্য়াচে ২৩ উইকেট নিয়ে নজির গড়েছেন। ওভাল টেস্টে একাই ছিলেন ম্য়াচের নায়ক।
2/8

কিছুদিন আগেই তেলেঙ্গানা পুলিশ সিরাজকে ডিএসপি সাম্মানিক পদ দিয়েছে। ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য এই সম্মানে সম্মানিত হয়েছেন তারকা পেসার।
3/8

সূত্রের খবর, ডিএসপি হিসেবে মাসে প্রায় ৫৮, ৮৫০ থেকে ১, ৩৭, ০৫০ টাকা আয় করে থাকেন সিরাজ।
4/8

তবে এই টাকার অঙ্কটা সপ্তম পে কমিশন হিসেবে। তবে অষ্টম পে কমিশনের হিসেবে কত টাকা বেতন হতে পারে সিরাজের জানেন?
5/8

আসন্ন অষ্টম পে কমিশন বসলে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসারের বেতনের অঙ্কটা দাঁড়াতে পারে মাসে ৮০ হাজার থেকে সর্বাধিক ১, ৮০০০০ টাকা পর্যন্ত।
6/8

ভারতীয় ক্রিকেটে ২০১৭ সাল থেকে পথ চলা শুরু হয়েছিল সিরাজের। প্রথম টি-টোয়েন্টি ও পরে ওয়ান ডে ও টেস্ট ফর্ম্য়াটেও নিজের জাত চিনিয়েছিলেন।
7/8

গত ইংল্যান্ড সফরে জসপ্রীত বুমরা পাঁচ ম্য়াচের সিরিজের দুটো ম্য়াচ খেলেননি। সিরাজ কিন্তু সবগুলো ম্য়াচেই খেলেছিলেন। দুরন্ত ফিটনেসের নির্দশন রেখেছিলেন এই হায়দরাবাদি পেসার।
8/8

সামনে এশিয়া কাপ। তার আগে কিছুদিনের বিশ্রাম। নির্বাচকরা এশিয়া কাপের জন্য আদৌ সিরাজকে ভাবেন কি না তা দেখার। কারণ টানা ম্য়াচ খেলার ধকলের জন্য ডানহাতি পেসারকে বিশ্রামও দেওয়া হতে পারে।
Published at : 07 Aug 2025 07:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























