এক্সপ্লোর
MS Dhoni: SBI-র তরফে ছয় কোটি টাকা দেওয়া হয় মহেন্দ্র সিংহ ধোনিকে! কিন্তু কেন?
State Bank of India: ভারতের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাঙ্ক SBI-র গ্রাহক মহেন্দ্র সিংহ ধোনি।
বিপুল অঙ্কের অর্থ পাচ্ছেন মাহি (ছবি: পিটিআই)
1/10

ভারতের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাঙ্ক SBI-র থেকে ছয় কোটি টাকা পেতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি।
2/10

ভারতের প্রাক্তন ক্রিকেটার ধোনি ২০১৯ সালে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন।
3/10

জাতীয় দলের হয়ে ৫০ ওভার এবং টি-২০ বিশ্বকাপ, দুইই জিতেছেন মাহি।
4/10

তাঁর আর্থিক সম্পত্তির পরিমাণও বিপুল। অবসরের পরেও বিভিন্ন বিজ্ঞাপনী প্রচার এবং বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে প্রচুর টাকা উপার্জন করেন ধোনি।
5/10

এছাড়া মাহি এখনও আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। এ মরশুমেও তাঁকে সিএসকের জার্সি গায়ে খেলতে দেখা যাবে।
6/10

তবে হঠাৎ SBI-র তরফে কেন এত বিপুল অঙ্কের টাকা পাবেন ধোনি?
7/10

২০২৩ সালের অক্টোবর মাসে SBI-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে নিয়োগ করা হয় ধোনিকে। ব্যাঙ্কের বিভিন্ন প্রমোশনাল ক্যাম্পেনে তাঁকে দেখা যায়।
8/10

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেই তিনি SBI-র থেকে এই বিপুল টাকা পান।
9/10

ধোনি নিজেও SBI-র একজন গ্রাহক এবং সেই কারণেই তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেও একবারে যুক্তিযুক্ত বলেই ধারণা SBI-র চেয়ারম্যান দীনেশ খাঁড়ার।
10/10

image এইসব কথা মাথায় রেখেই মাহিকে এই ভূমিকায় নিয়োগ করা হয় এবং তিনি এই দায়িত্বে এখনও বহাল রয়েছেন। ছবি-পিটিআই
Published at : 25 Feb 2025 02:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























