এক্সপ্লোর
Tamim Iqbal: তামিমই প্রথম নয়, আগেও ২২ গজে কেউ দুর্ঘটনার কবলে পড়েছেন তো কেউ প্রাণও হারিয়েছেন
Cricketer Injury: তামিম ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন বাঁহাতি ব্যাটার। সোমবার ম্যাচের আগে টসের সময়ই অসুস্থ হয়ে পড়েন তামিম। তারপরই তাঁকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়।
তামিম ইকবাল
1/9

বয়স মাত্র ৩৬ বছর। অথচ এই বয়সেই হৃদযন্ত্রে বড়সড় ব্লকেজ! মাঠেই হৃদরোগে আক্রান্ত হলেন তামিম ইকবাল (Tamim Iqbal)। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ককে মাঠ থেকেই নিয়ে যাওয়া হল হাসপাতালে।
2/9

তামিম ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন বাঁহাতি ব্যাটার। সোমবার ম্যাচের আগে টসের সময়ই অসুস্থ হয়ে পড়েন তামিম। তারপরই তাঁকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়।
3/9

তবে এই প্রথম নয়। এর আগেও মাঠে এমন অনেক দুর্ঘটনা ঘটেছে। ১৯৫৯ সালে প্রথমবার মাঠে খেলার মাঝেই বুকে বাউন্সার লেগে প্রয়াত হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল আজিজ।
4/9

ফিল হিউজকে কার মনে নেই। এখনও তাঁর মৃত্যুর খবর ক্রিকেটপ্রেমী মানুষের হৃদয় বিদারিত করে দেয়।
5/9

শেফিল্ড শিল্ডের ম্য়াচ খেলছিলেন প্রাক্তন অজি ওপেনার। শিন অ্য়াবটের বাউন্সার তাঁর মাথার পেছনে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। ২ দিন লড়াইয়ের পর অবশেষে জীবনযুদ্ধে হার মানেন হিউজ।
6/9

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদ রয়েছেন তালিকায়। ফিল হিউজের ঘটনার আগের সপ্তাহেই চোট আক্রান্ত হয়েছিলেন তিনি।
7/9

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালিন কোরি অ্য়ান্ডারসনের বাউন্সারের আঘাতে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়ে যায় শেহজাদের।
8/9

তালিকায় রয়েছেন কিউয়ি তারকা ক্রিকেটার রাচিন রবীন্দ্র। পাকিস্তানের বিরুদ্ধে গত ৮ ফেব্রুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চােট পেয়েছিলেন মাথায়।
9/9

একটি ক্য়াচ নেওয়ার চেষ্টা করেছিলেন। ফ্লাডলাইটের জন্য বল ঠিকমত দেখতে পাননি। মুখে আঘাত পান গুরুতর ভাবে। সঙ্গে সঙ্গে তাঁকে মেডিক্যাল দলের তত্ত্বাবধানে পাঠানো হয়। যদিও বড়সড় কিছু হয়নি।
Published at : 24 Mar 2025 07:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















