এক্সপ্লোর
ODI World Cup 2023: দ্রুততম বোলার হিসাবে ওয়ান ডেতে ১০০ উইকেট নিলেন শাহিন, তালিকায় আর কারা রয়েছেন?
ODI Record: দ্রুততম ১০০টি ওয়ান ডে উইকেট নেওয়া ফাস্ট বোলারদের তালিকার প্রথম পাঁচে থাকা সিংহভাগ বোলারই বাঁ-হাতি।
![ODI Record: দ্রুততম ১০০টি ওয়ান ডে উইকেট নেওয়া ফাস্ট বোলারদের তালিকার প্রথম পাঁচে থাকা সিংহভাগ বোলারই বাঁ-হাতি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/01/21a66c29726c366cc335f821b801d7631698811754954507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে আগুন ঝরান শাহিন (ছবি: পিটিআই)
1/7
![বাংলাদেশের বিরুদ্ধে নতুন বল হাতে আগুন ঝরান শাহিন আফ্রিদি। বল হাতে নেন তিন উইকেট।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/01/5ef6af49f469d5b05a0569b90a3845c74d4ac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাংলাদেশের বিরুদ্ধে নতুন বল হাতে আগুন ঝরান শাহিন আফ্রিদি। বল হাতে নেন তিন উইকেট।
2/7
![ইডেনে দুরন্ত বোলিংয়ের সুবাদেই ওয়ান ডেতে ১০০টি উইকেট নিয়ে ফেলেন শাহিন আফ্রিদি। শুধু তাই নয়, দ্রুততম ফাস্ট বোলার হিসাবে ৫১টি ম্যাচে ১০০টি উইকেট নিলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/01/c051152cfff929c224fbb3d625973fcfe5e28.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইডেনে দুরন্ত বোলিংয়ের সুবাদেই ওয়ান ডেতে ১০০টি উইকেট নিয়ে ফেলেন শাহিন আফ্রিদি। শুধু তাই নয়, দ্রুততম ফাস্ট বোলার হিসাবে ৫১টি ম্যাচে ১০০টি উইকেট নিলেন তিনি।
3/7
![image বর্তমান সময়ের সেরা ফাস্ট বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্টের নাম থাকবেই। তিনি ৫৬টি ম্যাচে ১০০টি ওয়ান ডে উইকেট নেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/01/cfb3b7969178761b8a545a6f16acf78128ee7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
image বর্তমান সময়ের সেরা ফাস্ট বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্টের নাম থাকবেই। তিনি ৫৬টি ম্যাচে ১০০টি ওয়ান ডে উইকেট নেন।
4/7
![স্টার্কের পরে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শেন বন্ড। নিউজ়িল্যান্ডের তারকা ফাস্ট বোলার ৫৪টি ম্যাচে ১০০টি ওয়ান ডে উইকেট নিয়েছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/01/3c65ef130a55752faee7ea90ebc7b0a8441e3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
স্টার্কের পরে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শেন বন্ড। নিউজ়িল্যান্ডের তারকা ফাস্ট বোলার ৫৪টি ম্যাচে ১০০টি ওয়ান ডে উইকেট নিয়েছিলেন।
5/7
![কেরিয়ারের শুরুর দিকে নিজের মন্থর গতির বলে চারিদিকে শোরগোল ফেলে দিয়েছিলেন বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। তিনি এই তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন। পদ্মাপারের ফাস্ট বোলারও ৫৪ ম্যাচে ১০০টি ওয়ান ডে উইকেট নেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/01/84d53a9d419be5f50cb931465ad52a3754598.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কেরিয়ারের শুরুর দিকে নিজের মন্থর গতির বলে চারিদিকে শোরগোল ফেলে দিয়েছিলেন বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। তিনি এই তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন। পদ্মাপারের ফাস্ট বোলারও ৫৪ ম্যাচে ১০০টি ওয়ান ডে উইকেট নেন।
6/7
![৫৫ ম্যাচে ১০০ ওয়ান ডে উইকেট নেওয়া ব্রেট লি তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/01/0fb95928b02f99e2cd4976e417e4d9ac2b6da.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৫৫ ম্যাচে ১০০ ওয়ান ডে উইকেট নেওয়া ব্রেট লি তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন।
7/7
![ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামিও ৫৬ ম্যাচে ১০০টি উইকেট নিয়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/01/12c4a51e644187f3ed4cf589b2b1b4c3a6fcb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামিও ৫৬ ম্যাচে ১০০টি উইকেট নিয়েছেন।
Published at : 01 Nov 2023 10:04 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)