এক্সপ্লোর
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে কুম্বলেকে পিছনে ফেলতে পারেন অশ্বিন
R Ashwin: আর অশ্বিন ভারতের হয়ে ৯৪টি টেস্ট খেলে এখনও পর্যন্ত মোট ৪৯০টি উইকেট নিয়েছেন।
অশ্বিনের ঝুলিতে আরও এক পোড়ার হাতছানি (ছবি: পিটিআই)
1/9

ভারতের সর্বকালের সেরা বোলারদের মধ্যে আর অশ্বিনের নাম অবশ্যই থাকবে। তিনি আসন্ন ইংল্যান্ড সিরিজ়েই অনিল কুম্বলের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে ৫০০টি টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেন। তার জন্য তারকা অফ স্পিনারের প্রয়োজন আর ১০ উইকেট।
2/9

মোট উইকেটের বিচারে কুম্বলেকে স্পর্শ করতে এখনও বেশ খানিকটা পথ অতিক্রম করতে হলেও, ঘরের মাঠে উইকেটের বিচারে কিন্তু অশ্বিনের সামনে কুম্বলেকে পিছনে ফেলে দেওয়ার হাতছানি রয়েছে।
Published at : 23 Jan 2024 01:08 PM (IST)
আরও দেখুন






















