এক্সপ্লোর
Rohit Sharma: সিডনিতে চোখধাঁধানো শতরান হাঁকালেন রোহিত, ভাঙলেন একগুচ্ছ রেকর্ড
IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে মোট ২০২ রান করে সিরিজ় সেরা হন রোহিত শর্মা।
সিডনিতে দুরন্ত শতরান রোহিতের
1/8

সিরিজ় শুরুর আগে তাঁর ফর্ম, ফিটনেস নিয়ে প্রচুর প্রশ্নচিহ্ন ছিল। স্বভাবচিত ভঙ্গিমায় ব্যাটেই সবকিছুর জবাব দিলেন রোহিত।
2/8

অ্যাডিলেডে অর্ধশতরান হাঁকালেও তাঁকে স্বমহিমায় দেখা যায়নি। তবে সিডনিতে 'হিটম্যান' একেবারে নিজের ছন্দে ব্যাট করলেন। গড়লেন বহু নজির।
3/8

এই নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডেতে নবম শতরান হাঁকালেন রোহিত শর্মা। সচিন তেন্ডুলকরের সঙ্গেএটি যুগ্মভাবে সর্বাধিক।
4/8

ভারতীয় ওপেনার হিসাবে তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক ৪৫টি শতরান হাঁকিয়ে ফেললেন রোহিত। সর্বকালীন তালিকায় কেবল ডেভিড ওয়ার্নার তাঁর আগে রয়েছেন।
5/8

সচিন ও সৌরভ ওয়ান ডেতে মোট ১২ বার ১৫০ রানের পার্টনারশিপ গড়েছিলেন। এদিন রোহিত ও বিরাটও ওয়ান ডেতে নিজেদের ১২তম ১৫০ রানের পার্টনারশিপ গড়লেন।
6/8

বিদেশি ক্রিকেটারদের মধ্যে মাত্র দ্বিতীয় জুটি রোহিত ও বিরাট অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি শতরানের পার্টনারশিপ গড়লেন।
7/8

এদিন রোহিত নিজের ইনিংসে মোট তিনটি ছক্কা হাঁকান। ক্রিস গেলকে পিছনে ফেলে সেনা দেশে তিনিই সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিক হয়ে গেলেন।
8/8

রোহিত এই নিয়ে অজ়িভূমে দুইবার সিরিজ়সেরা এবং তিনবার ম্যাচ সেরা হলেন। দুইটিই যুগ্মভাবে ভারতীয় হিসাবে সর্বকালীন রেকর্ড।
Published at : 25 Oct 2025 06:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















