এক্সপ্লোর
Virat Kohli Record: ভেঙে চুরমার সচিনের রেকর্ড, ওয়াংখেড়েতে ইতিহাস গড়লেন বিরাট কোহলি
Virat Kohli: ওয়াংখেড়তে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে ১১৩ বলে ১১৭ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি।

ওয়াংখেড়েতে কোহলির সেঞ্চুরি উদযাপন (ছবি: পিটিআই)
1/9

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক শতরান। ১১৩ বলে ১১৭ রানের ইনিংসে একগুচ্ছ রেকর্ড তৈরি করলেন 'কিং কোহলি'।
2/9

প্রথম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ওয়ান ডেতে শতরানের হাফসেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। সচিনকে পিছনে ফেলে প্রথম ক্রিকেটার হিসাবে ৫০টি ওয়ান ডে শতরান করেন তিনি।
3/9

ঈশ্বরের উপস্থিতিতে তাঁরই ঘরের মাঠে তাঁর একগুচ্ছ রেকর্ড ভাঙলেন কিং। কাকতালীয় হলেও, আজকের দিনেই এক দশক আগে সচিন তেন্ডুলকর ওয়ান ডে ক্রিকেটকে আলবিদা জানান। ১০ বছর পর তাঁর সর্বকালীন সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন কোহলি।
4/9

২০০৩ সালের বিশ্বকাপে সচিন তেন্ডুলকর ৬৭৩ রান করেছিলেন। এক বিশ্বকাপে এর আগে পর্যন্ত এটাই কোনও ব্যাটারের সর্বাধিক রান ছিল। সেই রেকর্ডও কোহলির দখলে।
5/9

২০০৩ বিশ্বকাপেই সচিন সাতবার অর্ধশতরানের গণ্ডি পার করেছিলেন। শাকিব আল হাসানও ২০১৯ সালে সাতবার ৫০-র অধিক রান করেন। এদের দুইজনকে ছাপিয়ে চলতি বিশ্বকাপে অষ্টমবার ৫০-র গণ্ডি পার করলেন তিনি। তাঁর দখলে পাঁচটি অর্ধশতরান ও তিনটি শতরান রয়েছে।
6/9

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২০ বছর পর প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে আইসিসির নক আউটে সেঞ্চুরি হাঁকালেন কোহলি।
7/9

আইসিসির নক আউটে সচিনকে পিছনে ফেলে সাতবার অর্ধশতরানের গণ্ডি পার করলেন কোহলি।
8/9

আইসিসি নক আউটেও কোহলিই সর্বকালের সর্বাধিক রানসংগ্রাহক। তিনি রিকি পন্টিংয়ের ৭৩১ রানের রেকর্ড ভাঙেন।
9/9

এখানেই শেষ নয়, শ্রেয়স আইয়ারের সঙ্গে মিলে কোহলির গড়া ১৬৩ রানের পার্টনারশিপও বিশ্বকাপের নক আউটে ভারতের সর্বকালের সর্বোচ্চ। এর আগে আর কোনও ভারতীয় জুটি বিশ্বকাপের নক আউটে ১৫০-র অধিক রানের পার্টনারশিপ গড়েনি।
Published at : 15 Nov 2023 08:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
