এক্সপ্লোর
Tamim Iqbal Health Update: মাঠেই ভয়ঙ্কর হার্ট অ্যাটাক, এখন কেমন আছেন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল?
Tamim Iqbal: বিসিবি-র মেডিক্যাল কমিটির প্রধান দেবাশিষ চৌধুরী বলেছেন, 'প্রথম যে রক্তপরীক্ষা করা হয়েছিল, তাতে সমস্যা পাওয়া যায়। তামিম জানিয়েছিলেন উনি অস্বস্তি অনুভব করছেন এবং ঢাকায় ফিরে যেতে চান।'

কেমন আছেন তামিম? - তামিম ইকবালের ফেসবুক পেজ
1/10

সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার ফাঁকেই হৃদরোগে আক্রান্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
2/10

মাঠেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তামিম বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাঁকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
3/10

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম।
4/10

এখন কেমন আছেন তামিম? তাঁকে নিয়ে উৎকণ্ঠার প্রহর গুনছেন যাঁরা, তাদেঁর জন্য এল বড় খবর।
5/10

তামিম ইকবালের পরিবারের তরফে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হল বিবৃতি। সেখানে লেখা হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করা হয় তামিমের। অ্যাঞ্জিওপ্লাস্টি করে রিং পরানো হয়।
6/10

বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলেও জানানো হয়েছে তামিমের পরিবারের তরফে।
7/10

বিসিবি-র মেডিক্যাল কমিটির প্রধান দেবাশিষ চৌধুরী বলেছেন, 'প্রথম যে রক্তপরীক্ষা করা হয়েছিল, তাতে সমস্যা পাওয়া যায়। তামিম জানিয়েছিলেন উনি অস্বস্তি অনুভব করছেন এবং ঢাকায় ফিরে যেতে চান।'
8/10

অ্যাম্বুলেন্সও নিয়ে আসা হয়েছিল। হাসপাতাল থেকে তাঁকে যখন মাঠে ফেরানো হচ্ছিল, তখন ফের বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি।
9/10

তারপর দ্বিতীয়বারের জন্য তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। তামিম প্রবল হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেই মনে করা হচ্ছে।
10/10

বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের স্ত্রী, দাদা সহ পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়েছেন। ছবি - তামিম ইকবালের ফেসবুক থেকে নেওয়া
Published at : 24 Mar 2025 05:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
