এক্সপ্লোর
Ravindra Jadeja Love Story: স্ত্রী বিধায়ক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কীভাবে প্রেম শুরু হয়েছিল জাডেজা-রিভাবার জানেন?
Ravindra Jadeja And Rivaba Jadeja: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আসার পর প্রধানমন্ত্রীর বাসভবনে আমন্ত্রিত ছিলেন জাডেজা ও গোটা ভারতীয় দল। সেখানেই স্ত্রী রিভাবার সঙ্গে উপস্থিত ছিলেন জাডেজা।

স্ত্রী রিভাবা ও রবীন্দ্র জাডেজা
1/10

বিরাট-অনুষ্কা, রোহিত-রীতিকার মত তাঁরাও পাওয়ার কাপল। তবে বেশিরভাগ সময়টাই অন্তরালেই থাকেন এই দম্পতি। রবীন্দ্র জাডেজা ও রিভাবা জাডেজা। কীভাবে তাঁদের সম্পর্কের শুরু। আজ চলুন জেনে নেওয়া যাক এই তারকা দম্পতির প্রেমের কাহিনি সম্পর্কে।
2/10

ভারতীয় ক্রিকেটের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ঝুলিতে চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে জাডেজার। দেশের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন। আইপিএলও জিতেছেন সিএসকের জার্সিতে। আগামী আইপিএলেও হলুদ জার্সিতে দেখা যাবে তাঁকে।
3/10

রিভাবা অন্য়দিকে মেকানিকাল ইঞ্জিনিয়ার। এছাড়াও তিনি উত্তর জামনগরের বিজেপির বিধায়কও তিনি।
4/10

জাডেজা ও রিভাবার প্রেমের শুরুটাও একটা পার্টি থেকে। সেখানেই প্রথম জাডেজা দেখেছিলেন রিভাবাকে। জাডেজার বোনের বান্ধবী রিভাবা। প্রথম দেখাতেই রিভাবাকে পছন্দ হয়ে যায় ভারতীয় অলরাউন্ডারের।
5/10

বোনের সূত্রেই আলাপ এগোয়। এরপর বন্ধুত্ব ও সেখান থেকে সম্পর্কের ভিত আরও মজবুত হয় দুজনের।
6/10

রবীন্দ্র জাডেজার পরিবারও চাইছিল যে তারকা ক্রিকেটার যেন দ্রুত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই মতই ২০১৬ সালেই রিভাবা ও জাডজার বিয়ে হয়ে যায়।
7/10

২০২২ সালে নির্বাচনে উত্তর জামনগর থেকে বিজেপির সিটে দাঁড়িয়েছিলেন রিভাবা। বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। এরপর থেকেই সেই আসনে বিধায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।
8/10

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আসার পর প্রধানমন্ত্রীর বাসভবনে আমন্ত্রিত ছিলেন জাডেজা ও গোটা ভারতীয় দল। সেখানেই স্ত্রী রিভাবার সঙ্গে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারকা অলরাউন্ডার।
9/10

নিজের কাজের ফাঁকেও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ও ম্য়াচে স্বামীর হয়ে গলা ফাটাতে মাঠে উপস্থিত থাকেন রিভাবা। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরও ট্রফি নিয়ে ছবি তুলেছিলেন এই দম্পতি। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
10/10

এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৮ ম্য়াচ খেলে ৬০০-র বেশি উইকেট ঝুলিতে পুরেছেন জাডেজা। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবশ্য কুড়ির ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছেন জাডেজা।
Published at : 17 Mar 2025 06:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
