এক্সপ্লোর
Yuzvendra Chahal-Dhanashree Verma: বিবাহবিচ্ছেদের জল্পনা তুঙ্গে, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার মোট সম্পত্তির পরিমাণ কত?
Yuzvendra Chahal-Dhanashree Verma Divorce: ২০২০ সালের ২২ ডিসেম্বর চাহাল ও ধনশ্রী বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুইজনে দু'জনকে আনফলো করায় বাড়ছে বিচ্ছেদের জল্পনা।
আর একসঙ্গে নয়, পথ আলাদা হচ্ছে চাহাল ধনশ্রীর! (ছবি: ধনশ্রীর ফেসবুক)
1/10

ভারতীয় ক্রিকেটে ফের বিচ্ছেদের সুর। এবার ঘর ভাঙছে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার?
2/10

একাধিক রিপোর্ট অনুযায়ী ভারতীয় ক্রিকেটার ও তাঁর কোরিওগ্রাফার-ডাক্তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ ঘটতে চলেছে।
Published at : 04 Jan 2025 09:54 PM (IST)
আরও দেখুন






















