এক্সপ্লোর
Shivam Dube marriage: ২২ গজের বাইরে শুরু দ্বিতীয় ইনিংস, দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন শিভম দুবে
বান্ধবী অঞ্জুমকে বিয়ে করলেন শিভম দুবে
1/5

২২ গজের বাইরে নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় ক্রিকেটার শিভম দুবে। ক্রিকেট থেকে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন শিভম। তাই চুপিসারেই বিয়েটা সেরে ফেললেন তিনি।
2/5

বান্ধবী অঞ্জুম খানকে বিয়ে করলেন শিভম দুবে। নিজেদের কাছের আত্মীয়দের নিয়েই বিয়ের অনুষ্ঠান সারলেন ভারতীয় দলের এই তরুণ অলরাউন্ডার। মুম্বইয়ে চারহাত এক হল ২ জনের। ২জনে ভিনধর্মের হওয়ায় হিন্দু- ইসলাম ২ ধর্মমতেই বিয়ে সারেন শিভম- অঞ্জুম।
Published at : 17 Jul 2021 04:46 PM (IST)
আরও দেখুন






















