এক্সপ্লোর
FIFA WC 2022: গুরুদায়িত্ব থিয়াগো সিলভার কাঁধে. ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে নজরে এই তারকারা
Brazil vs Cameroon: দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই নক আউটে পৌঁছে গিয়েছে ব্রাজিল। ক্যামেরুনকে নক আউটে জায়গা পাকা করতে হলে এই ম্যাচ জিততেই হবে।

ব্রাজিল-ক্যামেরুন ম্য়াচে নজরে এই তারকারা (ছবি: এপি)
1/10

নেমারের অনুপস্থিতিতে দলের উইং থেকে স্ট্রাইকারদের বল সরবরাহ করা থেকে গোল করার দায়িত্ব থাকবে ভিনিসিয়াসের কাঁধে।
2/10

ভিনিসিয়াস ভাল ফর্মেও আছেন কিন্তু। নেমারের অভাব তিনি পূরণ করতে পারেন কি না, সেটাই দেখার।
3/10

৩৩ বছর বয়সি এরিক চুপো-মোটিং এবারে ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে ১৬ ম্যাচে ১১টি গোল করে ফেলেছেন।
4/10

বিশ্বকাপেও ইতিমধ্যেই ক্যামেরুনের হয়ে গোলও করে ফেলেছেন। ফের একবার গোলের জন্য তাঁর দিকে তাকিয়ে থাকবে ক্যামেরুন।
5/10

থিয়াগো সিলভার ব্রাজিল রক্ষণের স্তম্ভ। দলের ডিফেন্সকে তিনিই নেতৃত্ব দেন।
6/10

নেমারের মতো তারকার অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব খানিকটা বাড়লই বটে।
7/10

ভিনসেন্ট আবুবাকার ক্যামেরুন দলের অধিনায়ক। জাতীয় দলের ৩৪টি গোল রয়েছে তাঁর দখলে।
8/10

ব্রাজিলের মতো কঠিন প্রতিপক্ষকে হারাতে অধিনায়কের কাঁধে অবশ্যই বাড়তি দায়িত্ব থাকবে।
9/10

চলতি বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সর্বাধিক দুইটি গোল করেছেন রিচার্লিসন।
10/10

নেমারের অনুপস্থিতিতে তাঁর কাঁধে ফের একবার ব্রাজিলের হয়ে গোল করার গুরুদায়িত্ব থাকবে।
Published at : 02 Dec 2022 11:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
