এক্সপ্লোর
T20 World Cup 2022: বিশ্বকাপের দ্রুততম বলটি করার ক্ষমতা রাখেন এই পাঁচ গতির সওদাগর
T20 WC: অস্ট্রেলিয়ার পেস সহায়ক পিচে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাস্ট বোলারদের দাপট দেখার সম্ভাবনা প্রবল। এই বিশ্বকাপের দ্রুততম বলটি করার ক্ষমতা রয়েছে এই তারকা বোলারদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম বলটি করতে পারে এই বোলাররা
1/10

গোটা আইপিএল জুড়েই উমরান মালিক ও লকি ফার্গুসনের গতির লড়াইয়ে মজে ছিল ক্রিকেটবিশ্ব। শেষমেশ ১৫৭.৩ কিমি বেগে টুর্নামেন্টের দ্রুততম বলটি করেন লকি ফার্গুসনই।
2/10

বিশ্বকাপে উমরান নেই, তবে ফার্গুসন আছেন এবং তিনি অনায়াসেই বিশ্বকাপের দ্রুততম বলটি করে সকলকে ছাপিয়ে যেতেই পারেন।
3/10

সম্প্রতি পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে রিস টপলের বিরুদ্ধে ১৫৬ কিমির গতিতে বল করেছিলেন হ্যারিস রউফ।
4/10

পাক তারকার বোলিংয়ে গতির কোনও কমতি নেই। তিনি বিশ্বকাপের দ্রুততম বলটি করার যোগ্য দাবিদার।
5/10

চোটের জেরে অনেকদিন মাঠের বাইরেই কাটাতে হয়েছে ইংল্যান্ডের তারকা বোলার মার্ক উডকে। তবে সদ্য চোট সারিয়ে ফিরেই ফের নিজের গতির পরিচয় দিয়েছেন উড।
6/10

সম্প্রতি পাকিস্তান সিরিজেই তিনি ১৫৬ কিমির অধিক গতিতে বল করেছেন।
7/10

১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করতে অভ্যস্ত এনরিক নোখিয়া টুর্নামেন্টের দ্রুততম বলটি করতেই পারেন।১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করতে অভ্যস্ত নোখিয়া টুর্নামেন্টের দ্রুততম বলটি করতেই পারেন।
8/10

আইপিএলেও ১৫৬.২২ কিমিতে বল করার কৃতিত্ব রয়েছে এই প্রোটিয়া ফাস্ট বোলারের দখলে।
9/10

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬০.৪ কিমি বেগে সর্বকালের অন্যতম দ্রুততম বলটি করেছেন মিচেল স্টার্ক।
10/10

নিরন্তর ১৪৫-র অধিক গতিতে বল করার ক্ষমতা রাখেন অজি ফাস্ট বোলার। তাই তাঁকে এই তালিকায় রাখতেই হবে।
Published at : 16 Oct 2022 07:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
