এক্সপ্লোর
UEFA Euro 2024: রোনাল্ডো থেকে ইয়ামাল, উয়েফা ইউরোর গ্রুপ পর্বেই রেকর্ড গড়ছেন এই তারকারা
Euro 2024: ইউরোর গ্রুপ পর্বের লড়াই শেষে ১৬টি দল ইতিমধ্যেই নক আউটে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে।
এবারের ইউরোর রেকর্ডসমূহ (ছবি: @selecaoportugal)
1/8

১৬ বছর ৩৩৮ দিনে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ইউরোর মূলপর্বে নামার রেকর্ড নিজের নামে করেন লামিন ইয়ামাল। ক্রোয়াশিয়া বনাম স্পেন ম্যাচে মাঠে নেমেই এই কৃতিত্ব গড়েন তিনি।
2/8

কনিষ্ঠতম ফুটবলারের পাশাপাশি এ বারের ইউরোয় কনিষ্ঠতম কোচের নয়া রেকর্ডও তৈরি হয়েছে। এই রেকর্ডের বর্তমান মালিক জার্মানির জুলিয়ান নাগেলসম্যান। ৩৬ বছর ৩২৭ দিনে বয়সে নাগেলসম্যানের তত্ত্বাবধানে চলতি ইউরোয় স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে জার্মানি।
Published at : 27 Jun 2024 11:38 PM (IST)
আরও দেখুন






















