এক্সপ্লোর
WPL 2023: ব্যাট হাতে হরমন, বল হাতে সাইকার দাপটে গুজরাতকে হারাল মুম্বই
Mumbai Indians vs Gujarat Giants: মুম্বই ইন্ডিয়ান্সের ২০৭ রানের জবাবে মাত্র ৬৪ রানেই অল আউট হয়ে যায় গুজরাত টাইটান্স।
![Mumbai Indians vs Gujarat Giants: মুম্বই ইন্ডিয়ান্সের ২০৭ রানের জবাবে মাত্র ৬৪ রানেই অল আউট হয়ে যায় গুজরাত টাইটান্স।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/1e1db3e75f0f11ee544dadcb232c564b1677966066828507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথম ম্যাচেই দুরন্ত জয় পেল মুম্বই (ছবি: ডব্লিউপিএল ট্যুইটার)
1/13
![জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ডব্লিউপিএল শুরু হয়। কৃতী শ্যানন, কিয়ারা আডবাণীরা পারফর্ম করেন এই অনুষ্ঠানে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/3c18076fe93a5f7d1c0e29f82948627c2890c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ডব্লিউপিএল শুরু হয়। কৃতী শ্যানন, কিয়ারা আডবাণীরা পারফর্ম করেন এই অনুষ্ঠানে।
2/13
![এরপর পাঁচ ফ্রাঞ্চাইজির অধিনায়ক মিলে ডব্লিউপিএল ট্রফি প্রকাশ্যে আনেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/4a6776adb5ced809c3d8bf660afb1a086eebe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরপর পাঁচ ফ্রাঞ্চাইজির অধিনায়ক মিলে ডব্লিউপিএল ট্রফি প্রকাশ্যে আনেন।
3/13
![ম্যাচে গুজরাত অধিনায়ক বেথ মুনি টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ইয়াস্তিকাকে মাত্র এক রানে ফেরান তুনজা কনওয়ার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/ef8e2d75486862f7cf3d3bfb3940a13e42da0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ম্যাচে গুজরাত অধিনায়ক বেথ মুনি টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ইয়াস্তিকাকে মাত্র এক রানে ফেরান তুনজা কনওয়ার।
4/13
![তবে ইয়াস্তিকা আউট হওয়ার পর হেইলি ম্যাথিউজ ও ন্যাট স্কিভার-ব্রান্ট ৫৪ রানের পার্টনারশিপে ইনিংসের হাল ধরেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/a5cc6f3aa172e13dc71d41bf968f1210b3b54.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে ইয়াস্তিকা আউট হওয়ার পর হেইলি ম্যাথিউজ ও ন্যাট স্কিভার-ব্রান্ট ৫৪ রানের পার্টনারশিপে ইনিংসের হাল ধরেন।
5/13
![সেই পার্টনারশিপ ভাঙেনজর্জিয়া ওয়েরহ্যাম। ২৩ রানে স্কিভার-ব্রান্টকে সাজঘরে ফেরান তিনি। পরের ওভারে ৪৭ রানে ফেরেন ম্যাথিউজ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/9edb1e1d6851b999f6db5e38079cbed4d9843.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সেই পার্টনারশিপ ভাঙেনজর্জিয়া ওয়েরহ্যাম। ২৩ রানে স্কিভার-ব্রান্টকে সাজঘরে ফেরান তিনি। পরের ওভারে ৪৭ রানে ফেরেন ম্যাথিউজ।
6/13
![পরপর দুই উইকেট হারিয়ে খানিক চাপে পড়ে যাওয়া দলকে এগিয়ে নিয়ে যান হরমনপ্রীত কৌর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/4b23ec852d1904e472c02f75dc045c92f3600.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরপর দুই উইকেট হারিয়ে খানিক চাপে পড়ে যাওয়া দলকে এগিয়ে নিয়ে যান হরমনপ্রীত কৌর।
7/13
![হরমনপ্রীতকে যোগ্য সঙ্গে অ্যামিলিয়া কের। দুইজনে চতুর্থ উইকেটে ৮৯ রান যোগ করেন। হরমনপ্রীত অর্ধশতরানও হাঁকান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/5be6592da03fa17bbab2a2eb509f2e55344ea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হরমনপ্রীতকে যোগ্য সঙ্গে অ্যামিলিয়া কের। দুইজনে চতুর্থ উইকেটে ৮৯ রান যোগ করেন। হরমনপ্রীত অর্ধশতরানও হাঁকান।
8/13
![তবে ৬৫ রানে ফেরেন হরমন। অপরাজিত ৪৫ রানের ইনিংসে দলকে ২০৭/৫ তুলতে সাহায্য করেন অ্যামিলিয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/05663552f0ef9ed3ba5ab17b281abb7605b47.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে ৬৫ রানে ফেরেন হরমন। অপরাজিত ৪৫ রানের ইনিংসে দলকে ২০৭/৫ তুলতে সাহায্য করেন অ্যামিলিয়া।
9/13
![বড় রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই বিপত্তি। রান নিতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বেথ মুনিকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/7635360e35852ba6254163bdc1b6599cbd6bb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বড় রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই বিপত্তি। রান নিতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বেথ মুনিকে।
10/13
![প্রথম ওভারেই হরলীন দেওলও ১ রানে আউট হন। তাঁকে ন্যাট স্কিভার-ব্রান্ট সাজঘরে ফেরান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/98aca2f79ee8d43087ef1286ea0d75af869aa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথম ওভারেই হরলীন দেওলও ১ রানে আউট হন। তাঁকে ন্যাট স্কিভার-ব্রান্ট সাজঘরে ফেরান।
11/13
![প্রথম ওভারের ধাক্কা সামলেই উঠতে পারেনি গুজরাত। নিরন্তর ব্যবধানে উইকেট হারায় তারা। বল হাতেও দুই উইকেট নেন অ্যামিলিয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/a312b623f3476eb04d9d18c5473d2669f7abb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথম ওভারের ধাক্কা সামলেই উঠতে পারেনি গুজরাত। নিরন্তর ব্যবধানে উইকেট হারায় তারা। বল হাতেও দুই উইকেট নেন অ্যামিলিয়া।
12/13
![তবে ম্যাচে বল হাতে সবচেয়ে সফল বাংলার সাইকা ইশাক। তিনি ম্যাচে এক দুই নয়, মাত্র ১১ রানের বিনিময়ে চার উইকেট নেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/1a7ed7991126695fdb0f578f7cc8c86642775.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে ম্যাচে বল হাতে সবচেয়ে সফল বাংলার সাইকা ইশাক। তিনি ম্যাচে এক দুই নয়, মাত্র ১১ রানের বিনিময়ে চার উইকেট নেন।
13/13
![৬৪ রানেই শেষ হয়ে যায় গুজরাতের ইনিংস। ১৪৩ রানে জয় পায় মুম্বই। আর ব্যাটই করতে নামেননি আহত গুজরাত অধিনায়ক বেথ মুনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/2f456876ecd71d476564bb4f1bf39c2c19e4d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৬৪ রানেই শেষ হয়ে যায় গুজরাতের ইনিংস। ১৪৩ রানে জয় পায় মুম্বই। আর ব্যাটই করতে নামেননি আহত গুজরাত অধিনায়ক বেথ মুনি।
Published at : 05 Mar 2023 01:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)