এক্সপ্লোর
IND vs ENG: বাবা কার্গিল যুদ্ধের সৈনিক, রাঁচিতে অর্ধশতরান হাঁকিয়ে স্যালুট সেলিব্রেশনে মন জিতলেন ধ্রুব
IND vs ENG, 4rth Test: রাজকোটে অভিষক হয়েছিল টেস্ট ক্রিকেটে। আর অভিষেকের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের ইনিংস খেলেছিলেন। অল্পের জন্য অর্ধশতরান আসেনি। এদিন ১০ রানের জন্য শতরান মিস করেন ধ্রুব।

অর্ধশতরান হাঁকান ধ্রুব জুড়েল
1/9

ধ্রুব জুড়েল। ভারতীয় ক্রিকেটের সঙ্গে এই নামটি রবিবারের পর থেকে ভীষণভাবে জড়িয়ে গিয়েছে। রাঁচিতে দুরন্ত ৯০ রানের ইনিংস খেলেছেন তরুণ উইকেট কিপার ব্যাটার।
2/9

১৪৯ বলে ৯০ রানের দুরন্ত ইনিংস খেললেন ধ্রুব। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি।
3/9

রাজকোটে অভিষক হয়েছিল টেস্ট ক্রিকেটে। আর অভিষেকের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের ইনিংস খেলেছিলেন। অল্পের জন্য অর্ধশতরান আসেনি। এদিন ১০ রানের জন্য শতরান মিস করেন ধ্রুব।
4/9

তবে ধ্রুবর ব্যাটিং প্রশংসা কুড়িয়ে নিয়েছে বীরেন্দ্র সহবাগ, সুনীল গাওস্করের মত কিংবদন্তি ব্যাটারদের।
5/9

অর্ধশতরান পূরণ করার পর স্যালুট সেলিব্রেশন নিয়ে বিস্তর চর্চা হচ্ছে। জানা গিয়েছে নিজের কার্গিল যোদ্ধা বাবাকে এই অর্ধশতরান উৎসর্গ করেছেন তরুণ এই ব্যাটার। ধ্রুবর বাবা নেম সিংহ কার্গিল যুদ্ধে লড়াই করেছেন।
6/9

প্রথম ইনিংসে ভারতের স্কোর যখন ছিল ১৬১-৫, তখন ক্রিজে এসেছিলেন ধ্রুব। সেখান থেকে ভারতের ৩০৭ রান বোর্ডে তোলার জন্য এই ব্যাটারের ভূমিকা সবচেয়ে বড়।
7/9

২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দেশের সহ অধিনায়ক ছিলেন। এছাড়া আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন উত্তরপ্রদেশের এই ব্যাটার।
8/9

ধ্রুবর জীবন ছিল সংগ্রামে ভরা। বাবা যোদ্ধা ছিলেন। অন্যদিকে ছেলের ক্রিকেট কিটস কেনার জন্য ধ্রুবর মা একসময়ে নিজের গহনা বিক্রি করে দিয়েছিলেন।
9/9

১৪ বছর বয়সে উত্তরপ্রদেশের অনূর্ধ্ব-১৪ দলে নির্বাচিত হন এবং তারপরে উত্তরপ্রদেশের হয়ে অনূর্ধ্ব ১৬ এবং অনূর্ধ্ব ১৯ খেলেন।
Published at : 25 Feb 2024 08:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
