এক্সপ্লোর
IND vs ENG: বাবা কার্গিল যুদ্ধের সৈনিক, রাঁচিতে অর্ধশতরান হাঁকিয়ে স্যালুট সেলিব্রেশনে মন জিতলেন ধ্রুব
IND vs ENG, 4rth Test: রাজকোটে অভিষক হয়েছিল টেস্ট ক্রিকেটে। আর অভিষেকের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের ইনিংস খেলেছিলেন। অল্পের জন্য অর্ধশতরান আসেনি। এদিন ১০ রানের জন্য শতরান মিস করেন ধ্রুব।
অর্ধশতরান হাঁকান ধ্রুব জুড়েল
1/9

ধ্রুব জুড়েল। ভারতীয় ক্রিকেটের সঙ্গে এই নামটি রবিবারের পর থেকে ভীষণভাবে জড়িয়ে গিয়েছে। রাঁচিতে দুরন্ত ৯০ রানের ইনিংস খেলেছেন তরুণ উইকেট কিপার ব্যাটার।
2/9

১৪৯ বলে ৯০ রানের দুরন্ত ইনিংস খেললেন ধ্রুব। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি।
Published at : 25 Feb 2024 08:30 PM (IST)
আরও দেখুন




















