এক্সপ্লোর
Avesh Khan: মাঠ থেকেই বাবার জন্মদিনে উপহার, মন জিতলেন আবেশ

আবেশ খান।
1/10

ভারতের জার্সিতে খেলেছেন মাত্র ৬টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে কেন আবেশ খানকে ভবিষ্যতের তারকা হিসাবে চিহ্নিত করা হচ্ছে, তা মধ্যপ্রদেশের তারকা শুক্রবার প্রমাণ করে দিলেন।
2/10

৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে আবেশ নিলেন ৪ উইকেট। যার মধ্যে এক ওভারে পরপর ফেরালেন দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটারকে।
3/10

তাঁর এক ওভারে পরপর ফেরেন রাসি ফান দার দাসেন, মার্কো জানসেন ও কেশব মহারাজ। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ৮৭ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। যার নেপথ্যে বল হাতে আবেশের দাপট।
4/10

এদিনই আবেশের বাবার জন্মদিন ছিল। ম্যাচের শেষে তাঁর সাফল্য বাবাকে জন্মদিনের উপহার হিসাবে উৎসর্গ করেন ডানহাতি পেসার।
5/10

আবেশ বলেন, 'আজ আমার বাবার জন্মদিন। এই সাফল্য বাবাকে উৎসর্গ করছি।'
6/10

দক্ষিণ আফ্রিকাকে ৮২ রানে দুরমুশ করে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ভারত। সিরিজের ভাগ্য নির্ধারিত হবে রবিবার শেষ টি-টোয়েন্টি ম্যাচে।
7/10

প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৬৯/৬। পঞ্চম উইকেটে ৩৩ বলে ৬৫ রান যোগ করেন দীনেশ কার্তিক ও হার্দিক পাণ্ড্য।
8/10

২৬ বলে হাফসেঞ্চুরি করেন কার্তিক। তিনিই ম্যাচের সেরা হয়েছেন।
9/10

জবাবে মাত্র ৮৭ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
10/10

৮৭ রানই তেম্বা বাভুমাদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন স্কোর। সেদিক থেকে লজ্জার রেকর্ডও করে ফেললেন প্রোটিয়ারা। ছবি - বিসিসিআই
Published at : 18 Jun 2022 12:42 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
