এক্সপ্লোর
IND vs SA Stats: বার্গার-কিংগ! বাঁহাতি পেসারেই ফের ঘায়েল ভারত, সেঞ্চুরিয়নের রেকর্ডবুক
Centurion: এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা মোট ১১ উইকেট নিয়েছেন। যা যুগ্মভাবে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ।
Rohit Sharma Bumrah - PTI
1/10

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে তিনদিনের মধ্যে পরাস্ত ভারত (IND vs SA)। এক ইনিংস ও ৩২ রানে রোহিত শর্মাদের (Rohit Sharma) হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ভারতের লজ্জার হারে হয়ে রইল কিছু রেকর্ডও।
2/10

সেঞ্চুরিয়নে ভারতের ব্যাটিংকে নাড়িয়ে দিলেন নান্দ্রে বার্গার (Nandre Burger)। অভিষেক টেস্টে খেলতে নেমে দুই ইনিংস মিলিয়ে নিলেন ৭ উইকেট। বাঁহাতি পেসারের বিরুদ্ধে হিমশিম খেয়েছেন ভারতীয় ব্যাটাররা। তবে বার্গারই প্রথম নন, সেঞ্চুরিয়নে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক মানেই যেন দক্ষিণ আফ্রিকার পেসারদের জ্বলে ওঠার পালা। বার্গার প্রথম ইনিংসে ৫০ রানে ৩ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে নেন ৪ উইকেট।
Published at : 28 Dec 2023 10:25 PM (IST)
আরও দেখুন






















