এক্সপ্লোর
IND vs SL Super 4: পন্থ না কার্তিক, শ্রীলঙ্কার বিরুদ্ধে সুযোগ পাবেন কে? কেমন হতে পারে ভারতের একাদশ?
IND vs SL Super 4: পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচ হারার পর, আজ মরণ বাঁচন ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল। ফাইনালের পৌঁছতে হলে আজকে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। কেমন হতে পারে ভারতের একাদশ?

মরণ বাঁচন ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত (ছবি: বিসিসিআই ট্য়ুইটার)
1/10

ভারতের টপ অর্ডারে এই ম্যাচে কোনও বদলের সম্ভাবনা নেই। ওপেনিংয়ে অধিনায়ক ও সহঅধিনায়ক, যথাক্রমে রোহিত শর্মা ও কেএল রাহুলের জুটিই অব্যাহত থাকবে।
2/10

পর পর দুই ম্যাচে দুই অর্ধশতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে দেখিয়েছে তাঁকে। শ্রীলঙ্কা ম্য়াচেও সেই ফর্ম ধরে রাখার চেষ্টা করবেন কোহলি।
3/10

সীমিত ওভারের ক্রিকেটে সূর্যকুমার টিম ইন্ডিয়ার অন্যতম বড় ভরসা। তাঁর দলে থাকা নিশ্চিত
4/10

ভারতীয় ম্যানেজমেন্টের সামনে সবথেকে বড় প্রশ্ন হল, দীনেশ কার্তিক না ঋষভ পন্থ, কাকে খেলানো যায়। দুইজনেই প্রথম একাদশে থাকার যোগ্য। তবে এই ম্য়াচে পন্থ আবারও একবার নিজেকে প্রমাণ করার সুযোগ দিলেও দিতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে কার্তিককে দলের বাইরেই থাকতে হবে।
5/10

রবীন্দ্র জাডেজাহীন দলে তো হার্দিক পাণ্ড্যর খেলা নিয়ে কোনও প্রশ্নই থাকে না। তিনি খেলবেনই।
6/10

জাডেজার জায়গায় গত ম্যাচে দীপক হুডা আসায় দলের বোলিং আক্রমণ কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল। সেই ভুল শুধরে আজ হয়তো একাদশে অক্ষর পটেলকে সুযোগ দেওয়া হবে।
7/10

আগের ম্যাচে চূড়ান্ত হতাশ করলেও, ভুবনেশ্বর কুমার ভারতীয় বোলিং বিভাগের নেতা। তাঁর খেলা নিশ্চিত।
8/10

গত ম্য়াচে চোটের কারণে দলে ছিলেন না। তবে দলের বোলিং বিভাগে আগের ভারসাম্য ফিরিয়ে আনতে ফাস্ট বোলার আবেশ খানকে খেলানো হতে পারে।
9/10

অর্শদীপ সিংহ এখনও অবধি যা বোলিং করেছেন, তাতে তাঁকে দল থেকে বাদ দেওয়াক কোনও কারণ নেই।
10/10

আবেশ. অর্শদীপ খেলায় এবং অক্ষর সুযোগ পাওয়ায় দুইজনের এক লেগ স্পিনারই একাদশে সুযোগ পাবেন। সেক্ষেত্রে অভিজ্ঞতাই প্রাধান্য পেতে পারে। অর্থাৎ রবি বিষ্ণোইকে মাত দিয়ে একাদশে সুযোগ পেতে পারেন যুজবেন্দ্র চাহাল।
Published at : 06 Sep 2022 05:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
আইপিএল
অফবিট
Advertisement
ট্রেন্ডিং
