এক্সপ্লোর
IND vs WI: ধবন, গিলের দুরন্ত ব্যাটিং, প্রথম ওয়ান ডে-তে জয় ভারতের
IND vs WI One Day:কুইন্স পার্ক ওভালে ভারতীয় ব্যাটারদের দাপট। ওপেনিং জুটিতে একশো রানেরও বেশি যোগ করলেন শিখর ধবন (Shikhar Dhawan) ও শুভমান গিল (Shubman Gill)।
ওয়েস্ট ইন্ডিজে প্রথম ওয়ান ডে ম্যাচে জয় ভারতের
1/11

ওয়েস্ট ইন্ডিজ সফরে জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় দল। গতকাল প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ২ দল। (সব ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)
2/11

প্রথম ম্যাচে ৩ রানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান
3/11

দুরন্ত ব্যাটিং ২ ভারতীয় ওপেনার শিখর ধবন ও শুভমন গিলের। ২ জনে মিলে ওপেনিংয়ে ১১৯ রান পার্টনারশিপে যোগ করেন। ধবন ৯৭ ও গিল ৬৪ করেন।
4/11

মিডল অর্ডারে দলকে ভরসা জোগান শ্রেয়স আইয়ার। তিনি ৫৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন।
5/11

নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ৩০৮ রান তুলে নেয় ভারতীয় দল।
6/11

বিরাট, রোহিত ছাড়াই এই ওয়ান ডে সিরিজে খেলতে নেমেছে ভারতীয় দল। শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসনের মতো তরুণদের জন্য বড় সুযোগ নিজেদের প্রমাণের।
7/11

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শাই হোপের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে কেইল মার্শ ও শামারা ব্রুকস মিলে দলকে টেনে তোলেন।
8/11

তবে সিরাজ, চাহাল, শার্দুলদের বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত হার মানতেই হয় ক্যারিবিয়ানদের। ৩০৫ রান পর্যন্তই বোর্ডে তুলতে পারে তাঁরা।
9/11

মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল ও শার্দুল ঠাকুর প্রত্যেকেই ২ টো করে উইকেট পান। এই সিরিজে বুমরা, শামিদের বিশ্রাম দেওয়া হয়েছে।
10/11

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতের নেতৃত্বে দিচ্ছেন শিখর ধবন। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচ জিতলে সিরিজও জিতে যাবে ভারত।
11/11

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সীমিত ওভারের ফর্ম্য়াটে বেশি করে ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া। ওযান ডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও খেলবে ২ দল।
Published at : 23 Jul 2022 08:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























