এক্সপ্লোর
Ind vs NZ: ভারতের চাই ৯ উইকেট, নিউজিল্যান্ডের দরকার ২৮০ রান, শেষ দিন থ্রিলারের অপেক্ষা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/28/15ca4c3677e069d83c822e764d986b0c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
IndianCricketTeam
1/10
![টেস্ট ক্রিকেটকে কেন সেরা ফর্ম্যাট বলা হয়, কানপুরের গ্রিন পার্কে ফের একবার তা দেখা যাচ্ছে। যেখানে ম্যাচের রাশ পেণ্ডুলামের মতো দুলছে। কখনও তা থাকছে ভারতের হাতে, তো কখনও নিউজিল্যান্ডের (Ind vs NZ)।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/28/8cda81fc7ad906927144235dda5fdf158edac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টেস্ট ক্রিকেটকে কেন সেরা ফর্ম্যাট বলা হয়, কানপুরের গ্রিন পার্কে ফের একবার তা দেখা যাচ্ছে। যেখানে ম্যাচের রাশ পেণ্ডুলামের মতো দুলছে। কখনও তা থাকছে ভারতের হাতে, তো কখনও নিউজিল্যান্ডের (Ind vs NZ)।
2/10
![রবিবার দ্বিতীয় ইনিংসে প্রবল চাপের মুখে পড়ে গিয়েছিল ভারত। একটা সময় ১০৩/৬ হয়ে গিয়েছিল ভারত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/28/fe5df232cafa4c4e0f1a0294418e5660a4c11.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রবিবার দ্বিতীয় ইনিংসে প্রবল চাপের মুখে পড়ে গিয়েছিল ভারত। একটা সময় ১০৩/৬ হয়ে গিয়েছিল ভারত।
3/10
![টিম ইন্ডিয়াকে ম্যাচে ফেরালেন এমন দুজন, যাঁদের কাছে কানপুর টেস্ট অবিস্মরণীয় হয়ে থাকবে। শ্রেয়স আইয়ার, যিনি কানপুরেই টেস্ট অভিষেক ঘটিয়েছেন, প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে প্রবল চাপের মুখে করলেন ৬৫ রান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/28/310e0666da2ea1fdb58d74ae57cc54b4d19cc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টিম ইন্ডিয়াকে ম্যাচে ফেরালেন এমন দুজন, যাঁদের কাছে কানপুর টেস্ট অবিস্মরণীয় হয়ে থাকবে। শ্রেয়স আইয়ার, যিনি কানপুরেই টেস্ট অভিষেক ঘটিয়েছেন, প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে প্রবল চাপের মুখে করলেন ৬৫ রান।
4/10
![দ্বিতীয়জন ঋদ্ধিমান সাহা। যাঁকে বিশ্বের সেরা উইকেটকিপার বলে পরিচয় দেন বিরাট কোহলিও। অথচ টেস্টের প্রথম একাদশে জায়গা হারিয়েছিলেন ঋষভ পন্থের কাছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্থ না খেলায় সুযোগ পেয়েছেন ঋদ্ধিমান। অথচ তাতেও স্বস্তি কোথায়! ঘাড়ের ব্যথায় এমনই কাবু হয়ে পড়েন যে, নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে উইকেটকিপিংই করতে পারেননি। তাঁর পরিবর্তে কিপিং করে কে এস ভরত এমন এক ক্যাচ নেন যে হইচই পড়ে যায়। ঘাড়ের ব্যথা সহ্য করেও রবিবার দ্বিতীয় ইনিংসে ৬১ রানে অপরাজিত রইলেন ঋদ্ধিমান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/28/9fdaac0e8585525e113f5da1388d22366efbf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দ্বিতীয়জন ঋদ্ধিমান সাহা। যাঁকে বিশ্বের সেরা উইকেটকিপার বলে পরিচয় দেন বিরাট কোহলিও। অথচ টেস্টের প্রথম একাদশে জায়গা হারিয়েছিলেন ঋষভ পন্থের কাছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্থ না খেলায় সুযোগ পেয়েছেন ঋদ্ধিমান। অথচ তাতেও স্বস্তি কোথায়! ঘাড়ের ব্যথায় এমনই কাবু হয়ে পড়েন যে, নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে উইকেটকিপিংই করতে পারেননি। তাঁর পরিবর্তে কিপিং করে কে এস ভরত এমন এক ক্যাচ নেন যে হইচই পড়ে যায়। ঘাড়ের ব্যথা সহ্য করেও রবিবার দ্বিতীয় ইনিংসে ৬১ রানে অপরাজিত রইলেন ঋদ্ধিমান।
5/10
![২৩৪/৭ স্কোরে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করল ভারত। নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ২৮৪ রানের লক্ষ্যমাত্রা রেখে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/28/dc93d92b884553fb1242642f2198a85feed7d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২৩৪/৭ স্কোরে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করল ভারত। নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ২৮৪ রানের লক্ষ্যমাত্রা রেখে।
6/10
![প্রথমে শ্রেয়স আইয়ারের সঙ্গে ৬৪ রান ও পরে অক্ষর পটেলের সঙ্গে ৬৭ রানের অবিচ্ছেদ্য জুটিতে শিবিরে নতুন করে প্রাণের সঞ্চার করলেন বঙ্গ তারকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/28/254e9075ecd772ad374e73c1e9bd1bb0c753e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথমে শ্রেয়স আইয়ারের সঙ্গে ৬৪ রান ও পরে অক্ষর পটেলের সঙ্গে ৬৭ রানের অবিচ্ছেদ্য জুটিতে শিবিরে নতুন করে প্রাণের সঞ্চার করলেন বঙ্গ তারকা।
7/10
![১১ মাস পরে দলে ফিরেই ঝকঝকে ইনিংস ঋদ্ধিমানের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/28/67e71c091d6be8822a41bf49cbdc4acf4c7fb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১১ মাস পরে দলে ফিরেই ঝকঝকে ইনিংস ঋদ্ধিমানের।
8/10
![চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর এক উইকেটে চার রান। ম্যাচ জিততে আর ২৮০ রান চাই কেন উইলিয়ামসনদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/28/acd93a1f5cd36222b99cd4b383e22b728f333.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর এক উইকেটে চার রান। ম্যাচ জিততে আর ২৮০ রান চাই কেন উইলিয়ামসনদের।
9/10
![উইল ইয়ংকে ফিরিয়ে দিয়েছেন আর অশ্বিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/28/ae566253288191ce5d879e51dae1d8c3bea3e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উইল ইয়ংকে ফিরিয়ে দিয়েছেন আর অশ্বিন।
10/10
![শেষ দিন থ্রিলারের অপেক্ষায় কানপুর। ভারতের চাই ৯ উইকেট। নিউজিল্যান্ডের ২৮০ রান। ছবি - বিসিসিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/28/30e62fddc14c05988b44e7c02788e1875f211.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শেষ দিন থ্রিলারের অপেক্ষায় কানপুর। ভারতের চাই ৯ উইকেট। নিউজিল্যান্ডের ২৮০ রান। ছবি - বিসিসিআই
Published at : 28 Nov 2021 10:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)