এক্সপ্লোর
আইপিএল ২০২০: এবার অরেঞ্জ ক্যাপের জোরাল দাবিদার হয়ে উঠতে পারেন এই পাঁচ ব্যাটসম্যান
1/6

হাতেগোনা আর কয়েকটি দিন পরেই শুরু হতে চলেছে ত্রয়োদশ আইপিএল। করোনা-আবহে এবার সংযুক্ত আরব আমিরশাহীতে বসছে বিশ্বের সবচেয়ে বর্ণাঢ্য টি ২০ টুর্নামেন্টের আসর। এবারের আইপিএলে নজর থাকবে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের দিকে। আর কিছুদিনের মধ্যেই প্রিয় তারকাদের ফের পারফর্ম করতে দেখবেন অনুরাগীরা। কিন্তু এরইমধ্যে এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান কোন ব্যাটসম্যান করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। সংযুক্ত আরব আমিরশাহিতে পিচ ঢিমেগতির। এমন পিচে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। পাল্টা লড়াই করে এবার কোনো ব্যাটসম্যান মর্যাদাপূর্ণ অরেঞ্জ ক্যাপ পাবেন, তা নিয়ে জোর আগ্রহ অনুরাগীদের মধ্যে। এখন দেখে নেওয়া যাক অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন, এমন কয়েকজন প্রথমসারির ব্যাটসম্যানের তালিকা...
2/6

বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) চ্যালেঞ্জের সামনে পড়লে তার মোকাবিলা করার ক্ষেত্রে ভারতের অধিনায়ক বিরাট কোহলির নামই সবার আগে আসবে। কঠিন পরিস্থিতিতে নিজেকে বারেবারেই মেলে ধরেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। আরসিবি-র মেন্টাল কন্ডিশনিং কোচ শঙ্কর বসু বলেছেন, কোহলিকে এখন আগের চেয়েও ফিট মনে হচ্ছে। সেই কোহলি এবার সংযুক্ত আরব আমিরশাহিতে দাপট দেখাতে চাইবেন। বাইশ গজে প্রায় পাঁচ মাস দেখা যায়নি কোহলিকে। তাঁকে কেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তাঁকে বলা হয়, তা আরও একবার প্রমাণ করতে মুখিয়ে থাকবেন তিনি।
Published at :
আরও দেখুন






















