হাতেগোনা আর কয়েকটি দিন পরেই শুরু হতে চলেছে ত্রয়োদশ আইপিএল। করোনা-আবহে এবার সংযুক্ত আরব আমিরশাহীতে বসছে বিশ্বের সবচেয়ে বর্ণাঢ্য টি ২০ টুর্নামেন্টের আসর। এবারের আইপিএলে নজর থাকবে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের দিকে। আর কিছুদিনের মধ্যেই প্রিয় তারকাদের ফের পারফর্ম করতে দেখবেন অনুরাগীরা। কিন্তু এরইমধ্যে এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান কোন ব্যাটসম্যান করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। সংযুক্ত আরব আমিরশাহিতে পিচ ঢিমেগতির। এমন পিচে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। পাল্টা লড়াই করে এবার কোনো ব্যাটসম্যান মর্যাদাপূর্ণ অরেঞ্জ ক্যাপ পাবেন, তা নিয়ে জোর আগ্রহ অনুরাগীদের মধ্যে। এখন দেখে নেওয়া যাক অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন, এমন কয়েকজন প্রথমসারির ব্যাটসম্যানের তালিকা...
2/6
বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) চ্যালেঞ্জের সামনে পড়লে তার মোকাবিলা করার ক্ষেত্রে ভারতের অধিনায়ক বিরাট কোহলির নামই সবার আগে আসবে। কঠিন পরিস্থিতিতে নিজেকে বারেবারেই মেলে ধরেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। আরসিবি-র মেন্টাল কন্ডিশনিং কোচ শঙ্কর বসু বলেছেন, কোহলিকে এখন আগের চেয়েও ফিট মনে হচ্ছে। সেই কোহলি এবার সংযুক্ত আরব আমিরশাহিতে দাপট দেখাতে চাইবেন। বাইশ গজে প্রায় পাঁচ মাস দেখা যায়নি কোহলিকে। তাঁকে কেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তাঁকে বলা হয়, তা আরও একবার প্রমাণ করতে মুখিয়ে থাকবেন তিনি।
3/6
ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ) সানরাইজার্সের ডেভিড ওয়ার্নার কিন্তু স্লো ট্র্যাক ও স্লো বোলিং খেলতে বেশ সিদ্ধহস্ত। তাঁর শটে জোরের কথা সবারই জানা। সেইসঙ্গে ইনিংস কীভাবে সাজাতে হবে, তা তাঁর বেশ ভালো মতো জানা। গতবারের আইপিএলে ১২ ম্যাচে ৬৯২ রান করে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছিলেন তিনি। এবারও সর্বাধিক রান সংগ্রহ করে এই ক্যাপ জয়ের জোরাল দাবিদার তিনি।
4/6
কেএল রাহুল (কিংস ইলেভেন পঞ্জাব) গত টুর্নামেন্টে ওয়ার্নারের কাছে অরেঞ্জ ক্যাপের দৌড়ে পিছিয়ে পড়েছিলেন রাহুল। চলতি বছর ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফর্ম করেছেন তিনি। উইকেটরক্ষক হিসেবে দক্ষতার জন্য ইতিমধ্যেই মহেন্দ্র সিংহ ধোনির উত্তরাধিকারী হিসেবেও তাঁকে অনেকেই মনে করছেন। কর্ণাটকের এই ব্যাটসম্যান দেখিয়ে দিয়েছেন যে, যে কোনো পজিশনেই তিনি ব্যাটিং করতে পারেন। তবে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ওপেন করতে পারেন তিনি। ফর্মে থাকা রাহুল কিন্তু বিপক্ষের কাছে খুবই বিপজ্জনক। এবার অরেঞ্জ ক্যাপের অন্যতম দাবিদার কিন্তু তিনিও।
5/6
শুভমন গিল (কলকাতা নাইট রাইডার্স) এবার কেকেআর দলে নেই রবিন উত্থাপ্পা ও ক্রিস লিন। এই পরিস্থিতি কেকেআর শিবির থেকে ইঙ্গিত মিলেছে, এবার নতুন ওপেনিং জুটি নিয়ে তারা নামবে। আর সেক্ষেত্রে একজন ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে শুভমনকে। নাইট কোচ ব্রেন্ডন ম্যাকুলাম ইতিমধ্যেই বলেছেন, পরবর্তী বড় আকর্ষণ হয়ে উঠতে চলেছেন শুভমন। অনুরাগীদের আশা, এবার তিনি প্রত্যাশা পূরণ করবেন। পছন্দের ব্যাটিং পজিশনে নেমে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারলে বিপক্ষের মাথাব্যাথার কারণ হয়ে উঠতে পারেন তিনি। ব্যাটিং অর্ডারে টম বন্টন ও রাহুল ত্রিপাঠীর মতো ব্যাটসম্যানদের সাহায্য পাবেন তিনি। কাজেই বেশ স্বচ্ছন্দে খেলার সুযোগ পাবেন গিল।
6/6
অ্যারন ফিঞ্চ (আরসিবি) এবার অ্যারন ফিঞ্চকে দলে নিয়েছে আরসিবি। তিনিও এবার অরেঞ্জ ক্যাপের জোরাল দাবিদার। তাঁকে আরসিবি ওপেনার হিসেবেই ব্যবহার করবে বলে মনে করা হচ্ছে। এরফলে তিনি পিচে থিতু হওয়ার বেশ কিছুটা সময় পাবেন। এরপর নিজের শট খেলতে পারেন তিনি। বড় শট খেলার ক্ষমতা রয়েছে ফিঞ্চের। সেইসঙ্গে লম্বা ইনিংসও খেলতে পারেন তিনি, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। আর কোহলি, এবি ডিভিসিয়ার্স, পার্থিব পটেল, মার্কাস স্টোয়নিস সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপে ফিঞ্চ তাঁর নিজের মতো খেলার সুযোগ পাবেন। আরসিবি-র হয়ে এই মরশুমে তুরুপের তাস হয়ে উঠতে পারেন তিনি।