এক্সপ্লোর
IPL 2023: বিরাট বেতন, পারফরম্যান্স স্বল্প, চলতি আইপিএলে দামের প্রতি সুবিচার করতে ব্যর্থ এই তারকারা
IPL 2023: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগে বিপুল টাকার চুক্তিতে সুযোগ পেলেও, একাধিক তারকা নিজের নাম ও দামের প্রতি সুবিচার করতে পারেননি।

প্রবল দামে বিক্রি হয়েও পারফর্ম করতে ব্যর্থ এঁরা (ছবি: পিটিআই)
1/10

বিগত তিন মরসুমেই ছয়শোর অধিক রান। কেএল রাহুল সাম্প্রতিক সময়ে আইপিএলের সেরা ব্যাটারদের অন্যতম। তবে এ মরসুমটা তাঁর জন্য দুঃস্বপ্নের মতোই কেটেছে।
2/10

নয় ম্যাচে মাত্র ১১৩.২২ স্ট্রাইক রেটে ২৭৪ রান করেছেন রাহুল। মাঝ মরসুমেই চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকেও গিয়েছেন তিনি। ১৭ কোটির রাহুলের ক্ষেত্রে তাই এই মরসুমটা যে বিরাট হতাশাজনক কেটেছে, তা বলাই বাহুল্য।
3/10

বিশ্বের প্রথম সারির অলরাউন্ডদের মধ্যে স্টোকসের নাম আসবেই। তাঁকে ১৬.২৫ কোটি টাকায় কিনেছিল সিএসকে।
4/10

তবে চোট আঘাতে কাবু স্টোকস মরসুমে মাত্র দু'টি ম্যাচ খেলে ১৫ রান করেন। বল হাতে এক ওভারে দেন ১৮ রান।
5/10

আইপিএলের সর্বকালের সেরাদের মধ্যে আন্দ্রে রাসেলের নাম থাকতে বাধ্য। তবে তিনিও এ মরসুমে ব্যর্থ। তাঁর না চলাটা কেকেআরের হতাশাজনক মরসুমের বড় কারণ।
6/10

রাসেল ১৪ ম্যাচে মাত্র ২২৭ রান করেছেন। নিয়েছেন সাত উইকেট, যা তাঁর ১৬ কোটি বেতনের পরিপ্রেক্ষিতে একেবারই যথেষ্ট নয়।
7/10

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ে প্রথমবার আইপিএলে এসেছিলেন হ্যারি ব্রুক। স্বপ্নের ফর্মে থাকা ইংল্যান্ড তারকাকে ১৩.২৫ কোটি টাকায় কেনে সানরাইজার্স।
8/10

কেকেআরের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে নিজের প্রতিভার হালকা ঝলক দেখালেও, ১৯০ রান তাঁর প্রতিভার প্রতি সুবিচার করে না।
9/10

আইপিএলে সর্বকালের সর্বোচ্চ ১৮.৫ কোটি টাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা স্যাম কারানকে দলে নিয়েছিল পাঞ্জাব।
10/10

১০ উইকেট ও ২৭৬ রান তাঁর দামের প্রতি সুবিচার করে কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
Published at : 22 May 2023 12:43 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
অফবিট
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
