এক্সপ্লোর
IPL 2023: বিরাট বেতন, পারফরম্যান্স স্বল্প, চলতি আইপিএলে দামের প্রতি সুবিচার করতে ব্যর্থ এই তারকারা
IPL 2023: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগে বিপুল টাকার চুক্তিতে সুযোগ পেলেও, একাধিক তারকা নিজের নাম ও দামের প্রতি সুবিচার করতে পারেননি।
প্রবল দামে বিক্রি হয়েও পারফর্ম করতে ব্যর্থ এঁরা (ছবি: পিটিআই)
1/10

বিগত তিন মরসুমেই ছয়শোর অধিক রান। কেএল রাহুল সাম্প্রতিক সময়ে আইপিএলের সেরা ব্যাটারদের অন্যতম। তবে এ মরসুমটা তাঁর জন্য দুঃস্বপ্নের মতোই কেটেছে।
2/10

নয় ম্যাচে মাত্র ১১৩.২২ স্ট্রাইক রেটে ২৭৪ রান করেছেন রাহুল। মাঝ মরসুমেই চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকেও গিয়েছেন তিনি। ১৭ কোটির রাহুলের ক্ষেত্রে তাই এই মরসুমটা যে বিরাট হতাশাজনক কেটেছে, তা বলাই বাহুল্য।
Published at : 22 May 2023 12:43 AM (IST)
আরও দেখুন






















