এক্সপ্লোর
IPL 2023: এ বারের আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলতে পারেন এই ফিনিশাররা
IPL: সাম্প্রতিক সময়ে আইপিএলে শেষের ওভারগুলিতে দ্রুত গতিতে রান তুলে সকলকেই প্রভাবিত করেছেন এই পাঁচ তারকা। এ মরসুমেও ব্যাট হাতে ঝড় তুলতে পারেন এঁরা।

আইপিএলে শেষ ওভারগুলিতে ঝড় তুলতে পারেন এঁরা (ছবি: আইপিএল)
1/10

গত মরসুমে 'ফিনিশার' হিসাবে দীনেশ কার্তিকের পুনরুথানের সাক্ষী থাকেন দর্শকরা।
2/10

তিনি ১৮৩-র স্ট্রাইক রেট নিয়ে ৩৩০ রান করেছিলেন গত মরসুমে। তাঁর দিকে নজর থাকাটাই স্বাভাবিক।
3/10

প্রথম মরসুমেই গুজরাত টাইটান্সের খেতাব জয়ের অন্যতম প্রধান কারণ হল ডেভিড মিলার। ম্যাচের পর ম্যাচ তিনি নিজের ব্যাটিংয়ে গুজরাতকে জিতিয়েছেন।
4/10

মিলার গত মরসুমে ৪৮১ রান করেছিলেন। এ মরসুমেও যদি তাঁর ব্যাট চলে, তাহলে গুজরাতকে রোখা মুশকিল হবে।
5/10

আইপিএলে সর্বকালের সবথেকে অধিক স্ট্রাইক রেটের মালিক কেকেআরের আন্দ্রে রাসেল। নিজের দিনে প্রতিপক্ষের সব হিসেবনিকেশ পণ্ড করে দিতে পারেন রাসেল।
6/10

রাসেল আইপিএলে ৯৯ ম্যাচে ২০৭০ রান করেছেন।
7/10

টিম ডেভিড গত মরসুমে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন।
8/10

৮.৫ কোটির অলরাউন্ডার গত মরসুমে ৩৭ গড় ও ২১৬ স্ট্রাইক রেটে ১৮৬ রান করেছিলেন।
9/10

ওয়েস্ট ইন্ডিয়ান তারকা মানেই লম্বা ছক্কা, শক্তিশালী শট। শিমরন হেটমায়ারও সেই ঘরানারই ক্রিকেটার।
10/10

আইপিএলে ৪০-র গড়ে ও ১৬০-র স্ট্রাইক রেটে ৫৫৬ রান করা হেটমায়ার প্রতিপক্ষের রাতের ঘুম উড়ানোর জন্য যথেষ্ট।
Published at : 01 Apr 2023 07:28 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
