এক্সপ্লোর
LSG vs MI, IPL Eliminator: আজ হারলেই বিদায়, লখনউ-মুম্বই মহারণে নজরে থাকবেন যে তারকারা
IPL 2023, LSG vs MI: আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে জয় পেয়েছে চেন্নাই। আজ প্লে অফের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ প্রথম এলিমিনেটরে মুম্বই ও লখনউ মুখোমুখি হবে।
তালিকায় সূর্যকুমার ও বিষ্ণোই
1/8

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে খেলেছেন ক্যামেরন গ্রিন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪৭ বলে ১০০ রানের ইনিংস খেলেছেন তিনি।
2/8

আইপিএলে মুম্বই শিবিরের মিডল অর্ডারের অন্যতম ভরসা সূর্যকুমার যাদব। ১৪ ম্যাচে ৫১১ রান করেছেন তিনি। একার হাতে ম্যাচের রং বদলে দিতে পারেন তিনি।
3/8

লখনউ সুপারজায়ান্টসের তারকা স্পিনার অমিত মিশ্রা রয়েছেন। মাত্র ৫০ লক্ষ টাকায় এবার নিলাম থেকে অমিত মিশ্রাকে দলে নিয়েছিল লখনউ।
4/8

লখনউয়ের ব্যাটিং ডিপার্টমেন্টের অন্যতম ধারাবাহিক নিকোলাস পুরনা। ১৪ ইনিংসে ৩৫৮ রান করেছেন তিনি।
5/8

মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছেন তারকা অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা। প্রতি ম্যাচে একাদশে না খেললেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে রীতিমতো ছাপ রেখেছেন চাওলা।
6/8

লখনউয়ের স্পিনার রবি বিষ্ণোই। তরুণ এই লেগি ১৪ ম্যাচে এখনও পর্যন্ত ১৬ উইকেট নিয়েছেন।
7/8

কুইন্টন ডি কক প্রথম থেকেই এবারের আইপিএলে খেলার সুযোগ পাননি। কিন্তু গত কয়েকটি ম্যাচে ওপেনে নেমে লখনউকে ভরসা জুগিয়েছেন প্রোটিয়া তারকা।
8/8

রোহিত শর্মা মুম্বইয়ের অধিনায়ক। আগের ম্যাচে অর্ধশতরান হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
Published at : 24 May 2023 05:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























