এক্সপ্লোর
IPL 2022 Special Moments: ক্রিকেটের মঞ্চে লাগানের ভুবন, ইরফান, ভাজ্জিদের চমকে দিলেন আমির

ক্রিকেটারদের সঙ্গে আমির খান
1/9

অভিনয় ছেড়ে এবার ক্রিকেটে যোগ দিতে চলেছেন আমির খান? বেশ কয়েকবার স্পোর্টস শোতে দেখা গিয়েছে তাঁকে।
2/9

সম্প্রতি আইপিএলের জন্য আয়োজিত স্টার স্পোর্টসে টক শো-তে এসেছিলেন আমির খান। সেখানে তিনি ইরফান পাঠান ও হরভজন সিংহের সঙ্গে ক্রিকেটও খেলেন।
3/9

দেখা গিয়েছে যে আমির খান তাঁর ক্রিকেট স্কিল নিয়ে ইরফান, হরভজন ও রবি শাস্ত্রীর সঙ্গেও কথা বলছেন।
4/9

লাগান ছবিতে অভিনয় করেছিলেন আমির খান। ভুবন চরিত্রে তিনি ছিলেন এক কথায় অনবদ্য। সেই ছবিতে ইংরেজদের বিরুদ্ধে ব্য়াট হাতে সেঞ্চুরি করেছিলেন আমির।
5/9

এই শোয়ের ক্লিপিং ও কিছু স্টিল ছবি পরবর্তীতে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
6/9

কিন্তু আমির খান কেন হঠাৎ ক্রিকেট নিয়ে মেতে উঠলেন, এই প্রশ্ন জেগেছে তাঁর অনুগামীদের মধ্যে। যদিও এখানেই রয়েছে ট্য়ুইস্ট।
7/9

আসলে সামনেই মুক্তি পেতে চলেছে আমির খান ও করিনা কপূর খান অভিনীত ছবি লাল সিংহ চাড্ডা। সেই ছবির প্রচারেই তিনি এসেছিলেন আইপিএলের মঞ্চে।
8/9

ছবির প্রচারে এসে ক্রিকেট তো খেললেনই আমির, এমনকী পরবর্তী মরসুমে আইপিএলে রাজস্থান রয়্যালস শিবিরে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশও করেন তিনি।
9/9

উল্লেখ্য এর আগেও দেখা গিয়েছে ভুলভুলাইয়া-২ ছবির প্রচারে আইপিএলের টক শো-তে এসেছিলেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানী।
Published at : 26 May 2022 05:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
