এক্সপ্লোর
IPL Auction: পাঁচ তরুণকে নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই দশ দলের, আইপিএল নিলামের আগেই ঝড়ের পূর্বাভাস
IPL 2024: নামে মিনি হলেও, শেষ মুহূর্তে প্লেয়ার কেনাবেচায় চমক দিতে পারে যে কোনও দল। নজর যেমন থাকবে বিদেশি ক্রিকেটারদের দিকে, সেরকম ঘরোয়া ক্রিকেটারদের নিয়েও চলতে পারে দড়ি টানাটানি।
IPL Auction - INSTAGRAM
1/10

মাঝে আর মাত্র ২ দিন। মঙ্গলবার দুবাইয়ে বসছে আইপিএলের (IPL Auction) মিনি অকশন। নামে মিনি হলেও, শেষ মুহূর্তে প্লেয়ার কেনাবেচায় চমক দিতে পারে যে কোনও দল। নজর যেমন থাকবে বিদেশি ক্রিকেটারদের দিকে, সেরকম ঘরোয়া ক্রিকেটারদের নিয়েও চলতে পারে দড়ি টানাটানি। এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক, সিনিয়র জাতীয় দলের হয়ে খেলেননি, ভারতের এরকম কোন পাঁচ 'আনক্যাপড' ক্রিকেটারকে নিয়ে নিলামের টেবিলে ঝড় উঠতে পারে।
2/10

বিগহিটার। সঙ্গে কার্যকরী পেসার। পরের বছরের গোড়ায় দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ভারতীয় দলের সাফল্য ব্যর্থতা অনেকটাই নির্ভর করে রয়েছে আর্শিনের ওপর। টি-টোয়েন্টি ক্রিকেটে যে সফল হতে পারেন, সেই ঝলক দেখিয়েছেন আর্শিন। মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে ঈগল নাশিক টাইটান্সের হয়ে খেলেন তিনি। সেখানে চোখধাঁধানো সেঞ্চুরি করেন। মহারাষ্ট্র সিনিয়র দলের হয়েও খেলে ফেলেছেন। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে। রুতুরাজ গায়কোয়াড়ের পরামর্শে তাঁকে ট্রায়ালে ডেকেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু জাতীয় অনূর্ধ্ব ১৯ দলের শিবির একইসঙ্গে পড়েছিল বলে যেতে পারেননি আর্শিন। শোনা যাচ্ছে, পাঞ্জাব কিংসও তাঁর সঙ্গে কথা বলে রেখেছে। আনক্যাপড পেসার অলরাউন্ডার হিসাবে তাঁকে নিয়ে নিলামে ঝড় উঠতে পারে।
Published at : 16 Dec 2023 05:57 PM (IST)
আরও দেখুন






















