এক্সপ্লোর
IPL 2025: শ্রেয়সের পরিবর্তে নতুন অধিনায়ক বেছে নিয়েছে কেকেআর? কার হাতে উঠছে ব্যাটন?
Kolkata Knight Riders: কেকেআর ছয় ক্রিকেটারকে রিটেন করলেও, গত বারের খেতাবজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিটেন করেনি নাইট শিবির।

সম্ভবত রিটেন করা তারকাদের মধ্যেই একজন নাইটদের অধিনায়ক হতে চলেছেন (ছবি: পিটিআই)
1/9

আইপিএলের রিটেনশন তালিকা আগেই প্রকাশিত হয়েছে। সেখানে কেকেআর নিজেদের আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রাখেনি।
2/9

মনে করা হচ্ছিল নাইটরা নিলামে নিজেদের নতুন অধিনায়ক খুঁজে নেওয়ার জন্য ঝাঁপাবে।
3/9

তবে বর্তমানে এক রিপোর্টে দাবি করা হচ্ছে যে নিলাম থেকে নতুন অধিনায়ক বাছাই করা নয়, বরং রিটেন করা তারকাদের মধ্যে থেকেই অধিনায়ক বেছে নিতে চলেছে নাইট শিবির।
4/9

কেকেআর রিঙ্কু, হর্ষিত, রমনদীপ, রাসেল, বরুণ ও নারিন, এই ছয় ক্রিকেটারকে রিটেন করেছে।
5/9

এদের মধ্যে নারিন নাইট রাইডার্সের অন্য দুই লিগের ফ্র্যাঞ্চাইজির অধিনায়কও বটে। তবে তিনি কিন্তু কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে আপাতত নেই।
6/9

শোনা যাচ্ছে নাইটদের নতুন অধিনায়ক হতে পারেন তরুণ তুর্কি রিঙ্কু সিংহ।
7/9

রিঙ্কুই এই মরশুমে নাইটদের প্রথম রিটেনশন ছিলেন। দলের সঙ্গে বহু বছর ধরে রয়েওছেন তিনি।
8/9

শোনা যাচ্ছে রিঙ্কুর নতুন নাইট অঘিনায়ক হওয়ার বিষয়টা কেকেআরের অন্দরমহলে আলোচনা হয়েছে এবং তাতে ম্যনেজমেন্টের তরফে সম্মতিও মিলেছে।
9/9

অবশ্য এখনও সরকারিভাবে কিছুই ঘোষণা করা হয়নি। তাই গোটাটাই কিন্তুও এখনও জল্পনাই মাত্র। ছবি-পিটিআই
Published at : 12 Nov 2024 09:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
