এক্সপ্লোর
IPL 2025: ধবনের জুতোয় পা গলাতে প্রস্তুত, প্রীতিকে কী বার্তা দিলেন 'রিয়াল' শশাঙ্ক?
Shashank Singh: গত আইপিএলে পাঞ্জাবের হয়ে সর্বাধিক ৪২১ রান করেছিলেন আইপিএলে। হাঁকিয়েছিলন ২১টি ছক্কা ও ২৮টি বাউন্ডারি। নিলামে ভুল করে নাকি তাঁকে নেওয়া হয়েছিল।
শশাঙ্ক সিংহ
1/10

শশাঙ্ক সিংহ। গত আইপিএলের সময় বারবার ঘুরেফিরে আসছিল এই নামটি। পাঞ্জাব কিংস ৩২ বছরের এই ক্রিকেটারকে নাকি ভুল করে নিয়ে নিয়েছিল তাঁদের দলে। কিন্তু এরপর? বাকিটা সবাই জানে।
2/10

সেই ভুল করে দলে ঢুকে পড়া শশাঙ্কই হয়ে ওঠেন 'রিয়াল' শশাঙ্ক। ব্যাট হাতে ম্য়াচ জেতানো পারফরম্য়ান্সের ম্য়াচের পর ম্য়াচ। মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়ে সবার মন জয় করে নিয়েছিলেন।
Published at : 18 Nov 2024 09:11 AM (IST)
আরও দেখুন






















