এক্সপ্লোর
IPL Auction 2025: সিএসকেতেও ধোনির বিকল্প পন্থই! মেগা নিলামে ঋষভের জন্য ঝাঁপাবে হলুদ ব্রিগেড?
Rishabh Pant: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নাকি ঋষভ পন্থের সঙ্গে সিএসকে ম্যানেজমেন্টের তরফে যোগাযোগ করা হয়েছিল বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়।
![Rishabh Pant: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নাকি ঋষভ পন্থের সঙ্গে সিএসকে ম্যানেজমেন্টের তরফে যোগাযোগ করা হয়েছিল বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/10/62377a49020ba2fa8bd9e43fe97765221731259967111507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পন্থকে দিল্লি ক্যাপিটালস রিটেন করেনি (ছবি: পিটিআই)
1/9
![আসন্ন মেগা নিলামে যে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সবথেকে বেশি দর কষাকষি হতে পারে, তাঁদের মধ্যে অন্যতম হলেন ঋষভ পন্থ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/10/d239761ac0eb787b9e3205214f5c2bcc00a9e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আসন্ন মেগা নিলামে যে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সবথেকে বেশি দর কষাকষি হতে পারে, তাঁদের মধ্যে অন্যতম হলেন ঋষভ পন্থ।
2/9
![গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে থাকলেও, সেই নেতৃত্ব নিয়েই মন কষাকষি এবং তার জেরেই পন্থ রিটেন করা হয়নি বলে খবর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/10/00f6c65c39300548b80078fbf0cc96b5e3aa9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে থাকলেও, সেই নেতৃত্ব নিয়েই মন কষাকষি এবং তার জেরেই পন্থ রিটেন করা হয়নি বলে খবর।
3/9
![পন্থের পরবর্তী গন্তব্য কোথায় হবে, সেই নিয়ে জল্পনা, কল্পনা চলছেই। শোনা যাচ্ছিল সিএসকে নাকি তাঁর জন্য ঝাঁপাতে পারে। তাঁর সঙ্গে এই বিষয়ে যোগাযোগও করেছে নাকি তাঁরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/10/ea1429840294283175cca28840f27f5476532.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পন্থের পরবর্তী গন্তব্য কোথায় হবে, সেই নিয়ে জল্পনা, কল্পনা চলছেই। শোনা যাচ্ছিল সিএসকে নাকি তাঁর জন্য ঝাঁপাতে পারে। তাঁর সঙ্গে এই বিষয়ে যোগাযোগও করেছে নাকি তাঁরা।
4/9
![মহেন্দ্র সিংহ ধোনি যে নিজের কেরিয়ারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন, তা বলাই বাহুল্য। তাই অনেকেই মনে করছিলেন ভারতীয় দলের মতো হয়তো সিএসকেতেও ধোনির উত্তরসূরি হতে চলেছেন পন্থ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/10/1334476e116ef7115ecd475bd2a92124c27e7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মহেন্দ্র সিংহ ধোনি যে নিজের কেরিয়ারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন, তা বলাই বাহুল্য। তাই অনেকেই মনে করছিলেন ভারতীয় দলের মতো হয়তো সিএসকেতেও ধোনির উত্তরসূরি হতে চলেছেন পন্থ।
5/9
![তবে এমনটা হওয়ার সম্ভাবনা যে ভীষণ কম, তা সরাসরি না বললেও বুঝিয়ে দিলেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/10/3fba64652e7c1a1d4290fa3d14bdd91d3ba1c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে এমনটা হওয়ার সম্ভাবনা যে ভীষণ কম, তা সরাসরি না বললেও বুঝিয়ে দিলেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন।
6/9
![তিনি জানান যে সিএসকের দখলে বেশি টাকা নেই, তাই পন্থের মতো বড় তারকাদের জন্য ঝাঁপানো হলুদ ব্রিগেডের পক্ষে কার্যত অসম্ভব।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/10/4921a9b569c123bbf7416cfacb35abb263449.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তিনি জানান যে সিএসকের দখলে বেশি টাকা নেই, তাই পন্থের মতো বড় তারকাদের জন্য ঝাঁপানো হলুদ ব্রিগেডের পক্ষে কার্যত অসম্ভব।
7/9
![অতীতে এমনটা বারংবার হয়েছে। আগামী নিলামেও সিএসকে ম্যানেজমেন্ট সর্বপ্রথম তাঁদের পুরনো খেলোয়াড়দের দলে নিতে ঝাঁপাবে বলেই জানান কাশী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/10/981a2edd9aa35aff294c2bae81b959a9e372c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অতীতে এমনটা বারংবার হয়েছে। আগামী নিলামেও সিএসকে ম্যানেজমেন্ট সর্বপ্রথম তাঁদের পুরনো খেলোয়াড়দের দলে নিতে ঝাঁপাবে বলেই জানান কাশী।
8/9
![নিলামের নিজেদের পরিকল্পনার বিষয়ে কাশী বিশ্বনাথন বলেন, 'আমাদের রুতুরাজ (গায়কোয়াড়), এমএস (ধোনি) এবং কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে রিটেনশনের বিষয়ে কথা বলেই সিদ্ধান্ত নিই। আমরা সেই আলোচনার পর ঠিক করি যে যারা সিএসকের উন্নতিতে, দলকে থিতু হতে সাহায্য করেছেন, তাঁরাই সিএসকের ভবিষ্যতের জন্য দলকে এগিয়ে নিয় যাওয়ার লক্ষ্যে সবথেকে গুরুত্বপূর্ণ।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/10/bc4852d6a1794d1f55e71b36bf0028dc40f3b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিলামের নিজেদের পরিকল্পনার বিষয়ে কাশী বিশ্বনাথন বলেন, 'আমাদের রুতুরাজ (গায়কোয়াড়), এমএস (ধোনি) এবং কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে রিটেনশনের বিষয়ে কথা বলেই সিদ্ধান্ত নিই। আমরা সেই আলোচনার পর ঠিক করি যে যারা সিএসকের উন্নতিতে, দলকে থিতু হতে সাহায্য করেছেন, তাঁরাই সিএসকের ভবিষ্যতের জন্য দলকে এগিয়ে নিয় যাওয়ার লক্ষ্যে সবথেকে গুরুত্বপূর্ণ।'
9/9
![এই কারণে দুই কোটি ব্রেস প্রাইজ়ের পন্থের সিএসকেতে এবারে যোগ দেওয়ার সম্ভাবনা যে খুব কম, তা বলাই বাহুল্য। ছবিৃ-পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/10/11680545f5ac3acf71d9a2ac51e679f8db2b5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই কারণে দুই কোটি ব্রেস প্রাইজ়ের পন্থের সিএসকেতে এবারে যোগ দেওয়ার সম্ভাবনা যে খুব কম, তা বলাই বাহুল্য। ছবিৃ-পিটিআই
Published at : 10 Nov 2024 11:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)