এক্সপ্লোর
IPL 2022: প্রথম দিনের শেষে অবিক্রিত থাকলেন যে তারকা ক্রিকেটাররা

প্রথম দিনে অবিক্রিত রায়না, শাকিব
1/10

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ এবার নিলামের প্রথম দিন অবিক্রিতই থেকে গেলেন। ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন তিনি।
2/10

সুরেশ রায়না চেন্নাই সুপার কিংসের অন্যতম অভিজ্ঞ তারকা ও টুর্নামেন্টের অন্যতম সফল ব্য়াটার। তিনিও অবিক্রিত থেকে গেলেন প্রথম দিনের শেষে।
3/10

বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানও দল পাননি প্রথম দিনের শেষে।
4/10

ইমরান তাহির তাঁর বেস প্রাইস রেখেছিলেন ২ কোটি টাকা। কিন্তু বর্ষীয়ান এই প্রাক্তন প্রোটিয়া লেগ স্পিনার হয়ত বয়সের কারণেই এবার দল পান নি প্রথম দিনের শেষে
5/10

ইংল্যান্ডের তরুণ উইকেট কিপার ব্যাটার স্যাম বিলিংসও দল পাননি প্রথম দিনের শেষে। বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।
6/10

জাতীয় দলে উপেক্ষিত। এবার আইপিএলেও উপেক্ষিত বাংলার ঋদ্ধিমান সাহা। ১ কোটি বেস প্রাইস রেখেও প্রথম দিনের শেষে দল পেলেন না।
7/10

অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা দল পেলেন না প্রথম দিনের শেষে। তাঁর বেস প্রাইসও ছিল ২ কোটি টাকা।
8/10

একটা সময়ে আইপিএলের মঞ্চ মাতানো ডেভিড মিলার যিনি কিলার মিলার নামে পরিচিত ছিলেন, তিনিও দল পেলেন না প্রথম দিনে।
9/10

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে সেমিফাইনালে হারানাে অস্ট্রেলিয়ার দলের অন্য়তম কারিগর ম্যাথু ওয়েড। প্রথম দিনের শেষে অবিক্রিত তিনিও।
10/10

স্পিনের জালেও তিনিও বেকায়দায় ফেলতে ওস্তাদ ব্য়াটারদের। তবে আফগানিস্তানের মুজিব উর রহমানকে প্রথম দিনের নিলাম শেষে কেউ নিল না দলে।
Published at : 12 Feb 2022 10:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
খেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
