এক্সপ্লোর
Asia Cup: চোট সারিয়ে এশিয়া কাপে প্রত্যাবর্তন শ্রেয়স, রাহুলের, দলে আর কী চমক থাকল?
Asia Cup 2023: দীর্ঘদিন পরে চোট সারিয়ে দলে ফিরলেন ২ তারকা ব্যাটার। কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার। ২ জনকে মিডল অর্ডারে দেখা যাবে। রয়েছেন সূর্যকুমার যাদবও।

এশিয়া কাপের দলে শ্রেয়স, রাহুল
1/11

গতকাল এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গেল। অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকর সাংবাদিক বৈঠকে দল ঘোষণা করেন।
2/11

দীর্ঘদিন পরে চোট সারিয়ে দলে ফিরলেন ২ তারকা ব্যাটার। কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার। ২ জনকে মিডল অর্ডারে দেখা যাবে।
3/11

আইপিএলের আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। আইপিএলেও কেকেআরের জার্সিতে খেলতে নামতে পারেননি তিনি।
4/11

রাহুল আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন। ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন তিনি। যদিও দু জনেই এনসিএতে রিহ্যাবের পর ফিরে আসছেন।
5/11

তবে বিসিসিআই সূত্রে খবর, রাহুল ফের চোট পেয়েছেন নতুন করে। তাই প্রথম কয়েকটি ম্যাচে কর্ণাটকীকে নাও পেতে পারে ভারতীয় দল।
6/11

কে এল রাহুলের চোট কিছুটা চিন্তায় ফেলেছে ফের জাতীয় দলকে। ফলে একজন স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে সঞ্জু স্যামসনকে দলে রাখা হয়েছে।
7/11

ওয়ান ডে ফর্ম্যাটে খুব একটা ভাল পারফরম্য়ান্স না থাকলেও দলে জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে দেখা যাবে তাঁকে।
8/11

তবে এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে সবচেয়ে বড় চমক তিলক ভার্মার অন্তর্ভূক্তি। এখনও পর্যন্ত কোনও ওয়ান ডে খেলেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল এই বাঁহাতির। এশিয়া কাপে কেমন পারফর্ম করেন ওয়ান ডে-তে তা দেখার।
9/11

চলতি আয়ারল্যান্ড সিরিজে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া প্রসিদ্ধ কৃষ্ণকেও দেখা যাবে। মহম্মদ সিরাজ, মহম্মদ শামির পাশাপাশি তৃতীয় পেসার হিসেবে।
10/11

কুলদীপ যাদব দলে জায়গা পেলেও এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন যুজবেন্দ্র চাহাল। এই লেগস্পিনারের সাম্প্রতিক ফর্মও খুব একটা ভাল ছিল না। তাই কুলদীপকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
11/11

এশিয়া কাপে ভারত প্রথম ম্যাচে খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। আগামী ২ সেপ্টেম্বর টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করছে রোহিত বাহিনী।
Published at : 22 Aug 2023 07:48 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিনোদনের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
