এক্সপ্লোর
Durand Cup Final: ইস্টবেঙ্গলকে হারিয়ে রেকর্ড ১৭তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল মোহনবাগান
Mohun Bagan Super Giant: মোহবাগানের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস।

১৩২তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান (ছবি: পিটিআই)
1/8

১৩২তম ডুরান্ড কাপের ফাইনালে খেতাব জয়ের লক্ষ্যে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
2/8

এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় ফাইনাল। সেনাবাহিনীর জওয়ানদের মার্চ পাস্ট থেকে ডেয়ারডেভিল দলের পারফরম্যান্সের সাক্ষী থাকে রবিবাসরীয় যুবভারতী।
3/8

ম্যাচের শুরুর দিকে মোহনবাগান বল দখলের লড়াইযে খানিকটা এগিয়ে থাকলেও, ইস্টবেঙ্গল ধীরে ধীরে আক্রমণে ফেরে।
4/8

দুই দল গোল লক্ষ্য করে একাধিক শট নিলেও, তেকাঠির মধ্যে কেউই শট রাখতে পারেনি।
5/8

বড় ম্যাচের ঝাঁঝ থাকলেও, ফুটবলটা ছন্দহীনই ছিল। উপরন্তু, লাল হলুদ ডিফেন্ডার এলসে চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়েন।
6/8

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্টবেঙ্গল গোলের সুযোগ পেলেও, সিভেরিয়ো তা কাজে লাগাতে পারেননি। বিশাল কাইথ মোহনবাগানের ত্রাতা হয়ে উঠেন।
7/8

শেষমেশ ১-০ গোলেই মোহনবাগান ফাইনাল জিতে নেয়। রেকর্ড ১৭তম ডুরান্ড কাপ এল মোহনবাগান তাঁবুতে।
8/8

ইস্টবেঙ্গলের হয়ে ক্লেটন, নন্দকুমার গোল করার চেষ্টা করলেও, কাইথ মোহনবাগানের হয়ে একাধিক সেভ করে সবুজ মেরুনকে ম্যাচে এগিয়ে রাখেন।
Published at : 03 Sep 2023 07:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
