এক্সপ্লোর
Neymar Jr: নতুন ক্লাবের জার্সি গায়ে প্রথমবার সামনে এলেন নেমার
Al-Hilal: রিপোর্ট অনুযায়ী প্রায় ৯০ মিলিয়ন ইউরো ফি দিয়ে নেমারকে দলে নিয়েছে আল হিলাল
নতুন ক্লাবের জার্সি গায়ে নেমার (ছবি: আল হিলাল এক্স)
1/8

প্যারিস সঁ জরমঁ ছেড়ে সৌদির ক্লাব আল হিলালে তিনি যাচ্ছেন, তা আগেই জানানো হয়েছিল। শুক্রবার সেই উদ্দেশেই সৌদি আরবে রিয়াদে পৌঁছেও যান নেমার।
2/8

২০২৫ সাল পর্যন্ত, দুই বছরের চুক্তিতে আল হিলালে সই করেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।
3/8

গ্যালারিভর্তি দর্শকের সামনে কিং ফাহাদ স্টেডিয়ামে তাঁকে নতুন খেলোয়াড় হিসাবে প্রকাশ্যে আনা হল।
4/8

ঠিক কত দামে তিনি আল হিলালে যোগ দিলেন, তা সরকারিভাবে জানানো না হলেও, শোনা যাচ্ছে তাঁর ট্রান্সফার ফি ৯০ মিলিয়ন ইউরো।
5/8

এরপরেও তাঁর পারফরম্যান্সের উপর ভর করে ফি আরও বাড়তে পারে।
6/8

নতুন ক্লাবের হয়ে নতুন ইতিহাস তৈরি করতে মুখিয়ে আছেন নেমার। তিনি বলেন, 'নতুন ক্লাবের হয়ে নতুন ইতিহাস তৈরি করতে নতুন কাহিনি লিখতে আমি মুখিয়ে রয়েছি। ক্লাবের হয়ে সব লক্ষ্যপূরণ করতে এবং ট্রফি জিততে আগ্রহী আমি।'
7/8

নেমারকে স্বাগত জানাতে এদিন কাতারে দর্শক গ্যালারি ভরান।
8/8

তবে তাঁর দল এদিনের ম্যাচ জিততে পারল না। আল ফেইহার বিরুগ্ধে ১-১ ড্র করল আল হিলাল।
Published at : 20 Aug 2023 10:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























