এক্সপ্লোর
ODI World Cup Records: বিশ্বকাপে সবচেয়ে বেশিবার শূন্যরানে আউট, লজ্জার তালিকায় ভারতের কাপজয়ী তারকাও
Cricket World Cup Most Ducks: বিশ্বকাপ জিতলেও অনেকের পিছনে তাড়া করে বেড়িয়েছে লজ্জার এই রেকর্ড।
Krishnamachari Srikkanth
1/10

তিনি নিউজ়িল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। তবে বিশ্বকাপে একটি লজ্জার রেকর্ড রয়েছে নাথান অ্যাস্টলের। ওয়ান ডে বিশ্বকাপে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন কিউয়ি তারকা। ২২ ম্যাচে ৫ বার ফিরেছেন কোনও রান না করে।
2/10

লজ্জার এই তালিকায় দুইয়ে রয়েছেন পাকিস্তানের ইজাজ আমেদ। ওয়ান ডে বিশ্বকাপে মোট ২৯টি ম্যাচ খেলেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা। তার মধ্যে তিনিও পাঁচবার কোনও রান না করে ফিরেছেন।
Published at : 11 Nov 2023 04:41 PM (IST)
আরও দেখুন






















