এক্সপ্লোর
Paris Olympics: শেষ পাঁচ অলিম্পিক্সে কেমন এক নজরে ভারতের পারফরম্য়ান্স গ্রাফ
Olympics Update: লন্ডনে শ্যুটিংয়ে বিজয় কুমার রুপো ও গগন নারাং ব্রোঞ্জ জেতেন। সাইনা ব্যাডমিন্টনে ও মেরি কম বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন। কুস্তিতে সুশীল কুমার ও যোগেশ্বর দত্ত রুপো ও ব্রোঞ্জ জেতেন।
পিভি সিন্ধু রিওতে রুপো জেতেন
1/8

প্যারিস অলিম্পিক্স শুরু হয়ে গিয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হিসেবে দেখা গিয়েছে পিভি সিন্ধু ও শরথ কমলকে।
2/8

এবার ভারতের মোট ১১৭ জন অ্যাথলিট অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন। তার মধ্যে শনিবারই অনেকগুলো বিভাগেই ভারতের অ্যাথলিটরা নেমেছেন। এক নজরে গত পাঁচটি অলিম্পিক্সে কেমন ছিল ভারতের পারফরম্য়ান্স।
Published at : 27 Jul 2024 10:37 PM (IST)
আরও দেখুন






















