হোমফটো গ্যালারিখেলারIndia vs Sri Lanka: কপিলের রেকর্ড ভেঙে মোহালির কীর্তিমান জাডেজা
India vs Sri Lanka: কপিলের রেকর্ড ভেঙে মোহালির কীর্তিমান জাডেজা
By : abp ananda | Updated at : 06 Mar 2022 12:13 AM (IST)
Ravinder_Jadeja_(1)
1/9
শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে চলতি টেস্টে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ল ভারত। ৫৭৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে ৫৭৪ রান করে রোহিত শর্মার দল। ইনিংসের সমাপ্তি ঘোষণা করায় দ্বিশতরান করার সুযোগ পেলেন না জাডেজা। কিন্তু এই অনবদ্য ইনিংসের পথে একটি অনন্য রেকর্ড গড়লেন জাডেজা।
2/9
২২৮ বলে ১৭৫ রানে অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফিরলেন জাডেজা। তাঁর ইনিংসে ছিল ১৭ বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারি।
3/9
এই ইনিংসের দৌলতেই বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন তিনি। ষষ্ঠ উইকেট বা তারও নিচের লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে তিন-তিনটি শতরানের জুটি গড়েছেন তিনি।
4/9
একই ইনিংসে ষষ্ঠ উইকেট বা তার নিচের সারির ব্যাটারদের সঙ্গে তিন-তিনটি শতরানের জুটি বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়লেন জাডেজা।
5/9
তাঁর আগে বিশ্বের আরও কোনও ব্যাটসম্যানই এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।
6/9
শ্রেয়স আইয়ার আউট হওয়ার পর বাইশ গজে নেমেছিলেন জাডেজা। ষষ্ঠ উইকেটে ঋষভ পন্থের (৯৬) সঙ্গে ১০৪ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এরপর আর অশ্বিনের সঙ্গে জুটি বাঁধেন জাডেজা।
7/9
অশ্বিনের সঙ্গে জাডেজার জুটিতে স্কোরবোর্ডে ১৩০ রান যোগ হয়। ৮২ বলে ৬১ রান করে প্যাভিলিয়নে ফেরত যান অশ্বিন। তাঁর ইনিংসে রয়েছে আটটি বাউন্ডারি। এরপর নবম উইকেটে মহম্মদ শামির সঙ্গে ১০৩ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন জাডেজা।
8/9
এই জুটিতে শামির অবদান ছিল ২০ রান। তিনি ৩৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। এভাবে মোহালিতে প্রথম ইনিংসে তিন-তিনটি শতরানের পার্টনারশিপ গড়লেন জাডেজা।
9/9
জাডেজা ভেঙে দিলেন কপিল দেবের রেকর্ডও। ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্টে সাত নম্বরে নেমে সর্বোচ্চ স্কোর এতদিন ছিল কপিল দেবের। ১৯৮৬ সালে কানপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধেই সাত নম্বরে নেমে ১৬৩ করেছিলেন কপিল। সেই রেকর্ড ভেঙে দিলেন জাডেজা। এখন জাডেজাই সাত নম্বরে নেমে টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক। ছবি - বিসিসিআই