এক্সপ্লোর
UEFA League 2022 Final: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জয়ী রিয়াল, হতাশাই সঙ্গী সালাহদের
চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত জয় রিয়ালের
1/10

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় রিয়াল মাদ্রিদের। লিভারপুলের বিরুদ্ধে ১-০ গোলে দুর্দান্ত জয় ফাইনালে। এই নিয়ে ১৪ বার ইউরোপ সেরা রিয়াল। (সব ছবি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্যুইটার)
2/10

ম্যাচের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। এই ব্রাজিলীয়র করা একমাত্র গোলেই ম্যাচে জয় পায় লস ব্ল্যাঙ্কোসরা।
3/10

রিয়ালের ম্যানেজার হিসেবে দ্বিতীয়বার ইউরোপ সেরা কার্লো আনসেলোত্তি। কেরিয়ারে মোট ৪ বার ম্যানেজার হিসেবে ইউরোপ সেরা হলেন আনসেলোত্তি।
4/10

ম্য়াচে না খেললেও রিয়ালের জার্সিতে আরও একবার ইউরোপ সেরা হলেন মার্সেলো। তবে এটাই হয়ত রিয়ালে তাঁর শেষ মরসুম।
5/10

১৫ গোল করে টুর্নামেন্টে সর্বােচ্চ গোলদাতা হলেন করিম বেঞ্জেমা। যদিও ফাইনালে গোল পাননি তিনি।
6/10

ম্যাচে দুর্দান্ত খেলেও গোলের মুখ খুলতে পারলেন না লিভারপুলের প্লেয়াররা। ম্যাচ শেষে হতাশা ঝড়ে পড়ছে তাঁদের।
7/10

গোটা ম্যাচে রিয়ালের তেকাঠির নিচে দুর্ভেদ্য ছিলেন থিবো কুর্তোয়া। এই গোলরক্ষক একের পর এক অবিশ্বাস্য সেভ করলেন গোটা ম্যাচে।
8/10

ফাইনালের পর ট্রফি নিয়ে সেলিব্রেশন বেঞ্জেমার। রিয়ালের স্ট্রাইকিং লাইন আপে তিনি ছিলেন এবার অনবদ্য।
9/10

ম্যাচের পর মাঠেই বসে পড়েছেন মোহাম্মদ সালাহ। অন্য়দিকে জয়ের আনন্দে মেতে উঠেছেন রিয়ালের ফুটবলাররা।
10/10

রিয়ালের মাঝমাঠের ত্রিমূর্তি। টনি ক্রুস, ক্যাসেমিরো ও লুকা মদ্রিচ। তিন জনেই এই নিয়ে পাঁচবার রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতলেন।
Published at : 29 May 2022 04:38 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















